Ajker Patrika

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ও আহত তিনজন ঢামেকে

ঢামেক প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ও আহত অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে নিশ্চিন্তপুরের অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তাঁর দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রি জহুরুল ইসলাম (২৮)।

দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যান তিনি। এ সময় রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর মা জাহানারা বেগম। সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাঁর মায়ের শরীরে আগুন ধরে যায়। ধসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তাঁর বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।

আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তাঁরা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাঁদের রুমের দেয়াল ধসে জহুরুলের শরীরের ওপর পড়ে। এ ছাড়া তাদের পাশের একটি বাসার আরও দুজন আহত হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ঘটনায় দগ্ধ তিনজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে । এ ছাড়া তাঁর দুই পা-সহ শরীরে আঘাত পান। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত