ঢামেক প্রতিবেদক

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ও আহত অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে নিশ্চিন্তপুরের অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তাঁর দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রি জহুরুল ইসলাম (২৮)।
দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যান তিনি। এ সময় রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর মা জাহানারা বেগম। সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাঁর মায়ের শরীরে আগুন ধরে যায়। ধসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তাঁর বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।
আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তাঁরা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাঁদের রুমের দেয়াল ধসে জহুরুলের শরীরের ওপর পড়ে। এ ছাড়া তাদের পাশের একটি বাসার আরও দুজন আহত হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ঘটনায় দগ্ধ তিনজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে । এ ছাড়া তাঁর দুই পা-সহ শরীরে আঘাত পান। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ও আহত অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে নিশ্চিন্তপুরের অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তাঁর দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রি জহুরুল ইসলাম (২৮)।
দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যান তিনি। এ সময় রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর মা জাহানারা বেগম। সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাঁর মায়ের শরীরে আগুন ধরে যায়। ধসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তাঁর বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।
আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তাঁরা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাঁদের রুমের দেয়াল ধসে জহুরুলের শরীরের ওপর পড়ে। এ ছাড়া তাদের পাশের একটি বাসার আরও দুজন আহত হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ঘটনায় দগ্ধ তিনজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে । এ ছাড়া তাঁর দুই পা-সহ শরীরে আঘাত পান। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে