কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে লরি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৩২) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও সাত যাত্রী। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর নামের একটি স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।
নিহত সুলতানা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমণ্ডল গ্রামের মো. কাজলের স্ত্রী। অন্যদিকে আহতরা হলেন ইজিবাইকের চালক কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজের ছেলে আরিফ মিয়া (৩০)। এ ছাড়া পারভীন (২৩), সাজিদা (৩৮), আকলিমা (৪০), খাইরুন (৩০), পারুল (৪৫) ও সোনিয়া (২৫)— তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমণ্ডল গ্রামের বাসিন্দা।
এসআই মাজহারুল হক বলেন, ‘সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশন সংলগ্ন ভাদাত্তীর নামক স্থানে পূবাইলগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে ঘোড়াশালগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুলতানা নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আহত হন আরও সাত যাত্রী। তবে এই দুর্ঘটনায় বেঁচে যায় দেড় বছর বয়সী শিশু রোমান। সে ইজিবাইকেই তার মায়ের সঙ্গে ছিল।’
এসআই আরও বলেন, ‘স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক নুশশারাত। বাকি আহত সাতজনের মধ্যে দুজনকে ভর্তি রেখে গুরুতর অবস্থায় পাঁজজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গাজীপুরের কালীগঞ্জে লরি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৩২) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও সাত যাত্রী। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর নামের একটি স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।
নিহত সুলতানা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমণ্ডল গ্রামের মো. কাজলের স্ত্রী। অন্যদিকে আহতরা হলেন ইজিবাইকের চালক কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মো. সিরাজের ছেলে আরিফ মিয়া (৩০)। এ ছাড়া পারভীন (২৩), সাজিদা (৩৮), আকলিমা (৪০), খাইরুন (৩০), পারুল (৪৫) ও সোনিয়া (২৫)— তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমণ্ডল গ্রামের বাসিন্দা।
এসআই মাজহারুল হক বলেন, ‘সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশন সংলগ্ন ভাদাত্তীর নামক স্থানে পূবাইলগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে ঘোড়াশালগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুলতানা নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আহত হন আরও সাত যাত্রী। তবে এই দুর্ঘটনায় বেঁচে যায় দেড় বছর বয়সী শিশু রোমান। সে ইজিবাইকেই তার মায়ের সঙ্গে ছিল।’
এসআই আরও বলেন, ‘স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক নুশশারাত। বাকি আহত সাতজনের মধ্যে দুজনকে ভর্তি রেখে গুরুতর অবস্থায় পাঁজজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে