মানিকগঞ্জ প্রতিনিধি

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) তাপসী রাবেয়া দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ঢাকার দোহার উপজেলা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হরিরামপুর উপজেলার ধূলসুড়া ইউনিয়ন এলাকার পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে হরিরামপুর উপজেলার ধূলসুড়া ইউনিয়নের পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। তিনি হরিরামপুর থানা থেকে তিনজন পুলিশ সদস্য, আনসারসহ একটি টিম নিয়ে যান।
এ সময় হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়নের শেষ সীমানায় গিয়ে তিনি দেখতে পান, দোহারের প্রভাবশালী বালু ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শহিদ ও মুক্তারের অনুসারীরা বেশ কয়েকটি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। সেখান থেকে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেন।
ইউএনও বলেন, ‘সেগুলো হরিরামপুরে নিয়ে আসার সময় দোহার থেকে বেশ কয়েকটি স্পিডবোট ও নৌকা নিয়ে দেড় শতাধিক লোক তাঁকে ঘিরে ফেলে। তাঁকে জোর ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় নিয়ে যান তাঁরা। তিনি বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক ঢাকা জেলার ডিসিকে জানান। ঢাকা জেলার ডিসি দোহারের উপকমিশনারকে (এসি-ল্যান্ড) জানালে তাঁরা মৈনট ঘাটে এসে আমাকে উদ্ধার করেন। পরে আমি দোহারের এসি-ল্যান্ডকে বাল্কহেড ও ড্রেজার বুঝিয়ে দিয়ে হরিরামপুরে নিজ অফিসে চলে আসছি।’
তাপসী রাবেয়া আরও বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, দোহার এলাকার বালুদস্যু মুক্তার ও শহীদের নেতৃত্বে তাঁর স্পিডবোটকে জিম্মি করে দোহার এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া না হলেও তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
দোহার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তাঁকে দোহারের ইউএনও জানান, হরিরামপুর সহকারী ভূমি কর্মকর্তা তাপসী রাবেয়া পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ইউএনওর নির্দেশে দোহার উপজেলার মৈনট ঘাটে গিয়ে তাপসী রাবেয়াকে দেখতে পান। এরপর স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ওই কর্মকর্তাকে তাঁর নিজ উপজেলায় যাওয়ার ব্যবস্থা করেন। জব্দ বাল্কহেড মৈনট ঘাটে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) তাপসী রাবেয়া দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ঢাকার দোহার উপজেলা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হরিরামপুর উপজেলার ধূলসুড়া ইউনিয়ন এলাকার পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে হরিরামপুর উপজেলার ধূলসুড়া ইউনিয়নের পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। তিনি হরিরামপুর থানা থেকে তিনজন পুলিশ সদস্য, আনসারসহ একটি টিম নিয়ে যান।
এ সময় হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়নের শেষ সীমানায় গিয়ে তিনি দেখতে পান, দোহারের প্রভাবশালী বালু ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শহিদ ও মুক্তারের অনুসারীরা বেশ কয়েকটি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। সেখান থেকে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেন।
ইউএনও বলেন, ‘সেগুলো হরিরামপুরে নিয়ে আসার সময় দোহার থেকে বেশ কয়েকটি স্পিডবোট ও নৌকা নিয়ে দেড় শতাধিক লোক তাঁকে ঘিরে ফেলে। তাঁকে জোর ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় নিয়ে যান তাঁরা। তিনি বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক ঢাকা জেলার ডিসিকে জানান। ঢাকা জেলার ডিসি দোহারের উপকমিশনারকে (এসি-ল্যান্ড) জানালে তাঁরা মৈনট ঘাটে এসে আমাকে উদ্ধার করেন। পরে আমি দোহারের এসি-ল্যান্ডকে বাল্কহেড ও ড্রেজার বুঝিয়ে দিয়ে হরিরামপুরে নিজ অফিসে চলে আসছি।’
তাপসী রাবেয়া আরও বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, দোহার এলাকার বালুদস্যু মুক্তার ও শহীদের নেতৃত্বে তাঁর স্পিডবোটকে জিম্মি করে দোহার এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া না হলেও তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
দোহার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তাঁকে দোহারের ইউএনও জানান, হরিরামপুর সহকারী ভূমি কর্মকর্তা তাপসী রাবেয়া পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ইউএনওর নির্দেশে দোহার উপজেলার মৈনট ঘাটে গিয়ে তাপসী রাবেয়াকে দেখতে পান। এরপর স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ওই কর্মকর্তাকে তাঁর নিজ উপজেলায় যাওয়ার ব্যবস্থা করেন। জব্দ বাল্কহেড মৈনট ঘাটে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১০ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১৩ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে