মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ভয় দেখিয়ে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে খাবারের দোকানের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের বলেছেন, ‘রেস্তোরাঁ করতে ট্রেড লাইসেন্সসহ যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়, তা না থাকায় ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে নিজেরাই (মালিকপক্ষ) বন্ধ করে তালা লাগিয়েছেন।’
জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর সদর উপজেলার দিঘি ইউনিয়নে কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ‘পানসী’ নামে একটি খাবারের দোকান খোলা হয়। এরপর থেকে সব ঠিকঠাক মতো চলছিল। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল বাশারের মৌখিক অনুরোধে খাবারের দোকানটি পরিদর্শন করেন সংসদ সদস্য জাহিদ আহম্মেদ টুলু। এ সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন। কিন্তু ২৮ জানুয়ারি দুপুরে সিফাত কোরাইশীসহ তার ৮–১০ জন অনুসারী গিয়ে ওপরের নির্দেশের কথা বলে সেটি বন্ধ রাখতে বলেন।
মালিক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন তার অনুসারীদের নিয়ে ওপরের নির্দেশনার কথা বলে রেস্তোরাঁটি বন্ধ রাখতে বলেন। তাদের ভয়ে রেস্তোরাঁর দায়িত্বে থাকা মনিরুল হাসান প্রিন্স রেস্তোরাঁটি বন্ধ রাখেন। এরপর বিষয়টি জানার জন্য সুমনের মোবাইল ফোনের একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।’
তিনি বলেন, ‘আমার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্সসহ সব ধরনের কাগজ আপডেট আছে। আমার ধারণা, রেস্তোরাঁয় এমপি টুলু আসছিল বলে তারা বন্ধ করে দিয়েছেন।’ বন্ধ করার সময়ে সুমন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেকের কথা বলেছেন বলে জানান তিনি। ওই সময়ে সুমন হুমকি দিয়ে বলেছেন, এই মুহূর্তে রেস্তোরাঁ বন্ধ না হলে ইউএনও পাঠিয়ে পাঁচ-দশ লাখ টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এটি অবান্তর প্রশ্ন? তবে শুনেছি ওই রেস্তোরাঁর কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে তারা নিজেরাই তাদের রেস্তোরাঁ বন্ধ রেখেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ভয় দেখিয়ে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে খাবারের দোকানের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের বলেছেন, ‘রেস্তোরাঁ করতে ট্রেড লাইসেন্সসহ যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়, তা না থাকায় ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে নিজেরাই (মালিকপক্ষ) বন্ধ করে তালা লাগিয়েছেন।’
জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর সদর উপজেলার দিঘি ইউনিয়নে কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ‘পানসী’ নামে একটি খাবারের দোকান খোলা হয়। এরপর থেকে সব ঠিকঠাক মতো চলছিল। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল বাশারের মৌখিক অনুরোধে খাবারের দোকানটি পরিদর্শন করেন সংসদ সদস্য জাহিদ আহম্মেদ টুলু। এ সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন। কিন্তু ২৮ জানুয়ারি দুপুরে সিফাত কোরাইশীসহ তার ৮–১০ জন অনুসারী গিয়ে ওপরের নির্দেশের কথা বলে সেটি বন্ধ রাখতে বলেন।
মালিক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন তার অনুসারীদের নিয়ে ওপরের নির্দেশনার কথা বলে রেস্তোরাঁটি বন্ধ রাখতে বলেন। তাদের ভয়ে রেস্তোরাঁর দায়িত্বে থাকা মনিরুল হাসান প্রিন্স রেস্তোরাঁটি বন্ধ রাখেন। এরপর বিষয়টি জানার জন্য সুমনের মোবাইল ফোনের একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।’
তিনি বলেন, ‘আমার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্সসহ সব ধরনের কাগজ আপডেট আছে। আমার ধারণা, রেস্তোরাঁয় এমপি টুলু আসছিল বলে তারা বন্ধ করে দিয়েছেন।’ বন্ধ করার সময়ে সুমন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেকের কথা বলেছেন বলে জানান তিনি। ওই সময়ে সুমন হুমকি দিয়ে বলেছেন, এই মুহূর্তে রেস্তোরাঁ বন্ধ না হলে ইউএনও পাঠিয়ে পাঁচ-দশ লাখ টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এটি অবান্তর প্রশ্ন? তবে শুনেছি ওই রেস্তোরাঁর কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে তারা নিজেরাই তাদের রেস্তোরাঁ বন্ধ রেখেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে