মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ভয় দেখিয়ে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে খাবারের দোকানের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের বলেছেন, ‘রেস্তোরাঁ করতে ট্রেড লাইসেন্সসহ যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়, তা না থাকায় ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে নিজেরাই (মালিকপক্ষ) বন্ধ করে তালা লাগিয়েছেন।’
জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর সদর উপজেলার দিঘি ইউনিয়নে কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ‘পানসী’ নামে একটি খাবারের দোকান খোলা হয়। এরপর থেকে সব ঠিকঠাক মতো চলছিল। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল বাশারের মৌখিক অনুরোধে খাবারের দোকানটি পরিদর্শন করেন সংসদ সদস্য জাহিদ আহম্মেদ টুলু। এ সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন। কিন্তু ২৮ জানুয়ারি দুপুরে সিফাত কোরাইশীসহ তার ৮–১০ জন অনুসারী গিয়ে ওপরের নির্দেশের কথা বলে সেটি বন্ধ রাখতে বলেন।
মালিক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন তার অনুসারীদের নিয়ে ওপরের নির্দেশনার কথা বলে রেস্তোরাঁটি বন্ধ রাখতে বলেন। তাদের ভয়ে রেস্তোরাঁর দায়িত্বে থাকা মনিরুল হাসান প্রিন্স রেস্তোরাঁটি বন্ধ রাখেন। এরপর বিষয়টি জানার জন্য সুমনের মোবাইল ফোনের একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।’
তিনি বলেন, ‘আমার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্সসহ সব ধরনের কাগজ আপডেট আছে। আমার ধারণা, রেস্তোরাঁয় এমপি টুলু আসছিল বলে তারা বন্ধ করে দিয়েছেন।’ বন্ধ করার সময়ে সুমন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেকের কথা বলেছেন বলে জানান তিনি। ওই সময়ে সুমন হুমকি দিয়ে বলেছেন, এই মুহূর্তে রেস্তোরাঁ বন্ধ না হলে ইউএনও পাঠিয়ে পাঁচ-দশ লাখ টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এটি অবান্তর প্রশ্ন? তবে শুনেছি ওই রেস্তোরাঁর কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে তারা নিজেরাই তাদের রেস্তোরাঁ বন্ধ রেখেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ভয় দেখিয়ে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে খাবারের দোকানের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের বলেছেন, ‘রেস্তোরাঁ করতে ট্রেড লাইসেন্সসহ যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়, তা না থাকায় ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে নিজেরাই (মালিকপক্ষ) বন্ধ করে তালা লাগিয়েছেন।’
জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর সদর উপজেলার দিঘি ইউনিয়নে কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে ‘পানসী’ নামে একটি খাবারের দোকান খোলা হয়। এরপর থেকে সব ঠিকঠাক মতো চলছিল। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল বাশারের মৌখিক অনুরোধে খাবারের দোকানটি পরিদর্শন করেন সংসদ সদস্য জাহিদ আহম্মেদ টুলু। এ সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন। কিন্তু ২৮ জানুয়ারি দুপুরে সিফাত কোরাইশীসহ তার ৮–১০ জন অনুসারী গিয়ে ওপরের নির্দেশের কথা বলে সেটি বন্ধ রাখতে বলেন।
মালিক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন তার অনুসারীদের নিয়ে ওপরের নির্দেশনার কথা বলে রেস্তোরাঁটি বন্ধ রাখতে বলেন। তাদের ভয়ে রেস্তোরাঁর দায়িত্বে থাকা মনিরুল হাসান প্রিন্স রেস্তোরাঁটি বন্ধ রাখেন। এরপর বিষয়টি জানার জন্য সুমনের মোবাইল ফোনের একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।’
তিনি বলেন, ‘আমার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্সসহ সব ধরনের কাগজ আপডেট আছে। আমার ধারণা, রেস্তোরাঁয় এমপি টুলু আসছিল বলে তারা বন্ধ করে দিয়েছেন।’ বন্ধ করার সময়ে সুমন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেকের কথা বলেছেন বলে জানান তিনি। ওই সময়ে সুমন হুমকি দিয়ে বলেছেন, এই মুহূর্তে রেস্তোরাঁ বন্ধ না হলে ইউএনও পাঠিয়ে পাঁচ-দশ লাখ টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এটি অবান্তর প্রশ্ন? তবে শুনেছি ওই রেস্তোরাঁর কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকারের অভিযানের ভয়ে তারা নিজেরাই তাদের রেস্তোরাঁ বন্ধ রেখেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে