কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়। থাকেন বাজারের দোকানপাটের সামনে। বলতে পারেন না নিজের নাম-পরিচয়। এমনই এক মানসিক ভারসাম্যহীন নারী সড়কের পাশে জন্ম দিয়েছেন এক ছেলে সন্তানের। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজার এলাকায়। নবজাতকের বাবার পরিচয় জানতে পারেননি স্থানীয় লোকজন।
ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
রাওনাট বাজার এলাকার বাসিন্দা রুবি আক্তার বলেন, ‘সড়কের পাশে পরিত্যক্ত দোকান ঘরে এক পাগলি কারও সাহায্য ছাড়াই নিজের বাচ্চার জন্ম দিয়েছে। খবর পেয়ে এসে দেখি বাচ্চাটি দূরে বালুর মধ্যে পড়ে আছে। আমি তাড়াতাড়ি বাচ্চাটিকে ধরে এলাকার কয়েকজন নারীর সাহায্য নিয়ে পাশের টিউবওয়েলের পানি দিয়ে বাচ্চাটিকে পরিষ্কার করি। পরে বাচ্চাটিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
মানসিক ভারসাম্যহীন নারীর ছেলে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি জানতে পেরে রাওনাট বাজার এলাকায় ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দা রেজাউল করিম মোল্লা। তিনি বলেন, ‘এসে দেখি কয়েকজন নারী ওই পাগলির বাচ্চাটির গায়ের ময়লা পরিষ্কার করতেছেন। আরও কয়েকজন নারী ওই পাগলিকে পরিষ্কার করাচ্ছেন। ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ চলে আসে।’
মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম দেওয়ার বিষয়টি কাপাসিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন গতকাল সন্ধ্যার দিকে জানতে পারেন। তিনি বলেন, ‘ওই নারী ও তাঁর সন্তানকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজ কর্মীকে হাসপাতালে পাঠাই। সন্তানসহ ওই নারী সুস্থ হওয়ার পর তাঁদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, ‘গতকাল দুপুরের দিকে নবজাতকসহ এক নারীকে হাসপাতালে আনা হয়। পরে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। বাচ্চাটির ওজন অনেক কম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার দুপুরে মানসিক ভারসাম্যহীন নারীকেও ওই হাসপাতালের মানসিক বিভাগে পাঠানো হয়েছে। মা ও ছেলে ভালো আছেন। ওই নারীর পরিচয় জানা যায়নি।’

ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়। থাকেন বাজারের দোকানপাটের সামনে। বলতে পারেন না নিজের নাম-পরিচয়। এমনই এক মানসিক ভারসাম্যহীন নারী সড়কের পাশে জন্ম দিয়েছেন এক ছেলে সন্তানের। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজার এলাকায়। নবজাতকের বাবার পরিচয় জানতে পারেননি স্থানীয় লোকজন।
ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
রাওনাট বাজার এলাকার বাসিন্দা রুবি আক্তার বলেন, ‘সড়কের পাশে পরিত্যক্ত দোকান ঘরে এক পাগলি কারও সাহায্য ছাড়াই নিজের বাচ্চার জন্ম দিয়েছে। খবর পেয়ে এসে দেখি বাচ্চাটি দূরে বালুর মধ্যে পড়ে আছে। আমি তাড়াতাড়ি বাচ্চাটিকে ধরে এলাকার কয়েকজন নারীর সাহায্য নিয়ে পাশের টিউবওয়েলের পানি দিয়ে বাচ্চাটিকে পরিষ্কার করি। পরে বাচ্চাটিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
মানসিক ভারসাম্যহীন নারীর ছেলে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি জানতে পেরে রাওনাট বাজার এলাকায় ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দা রেজাউল করিম মোল্লা। তিনি বলেন, ‘এসে দেখি কয়েকজন নারী ওই পাগলির বাচ্চাটির গায়ের ময়লা পরিষ্কার করতেছেন। আরও কয়েকজন নারী ওই পাগলিকে পরিষ্কার করাচ্ছেন। ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ চলে আসে।’
মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম দেওয়ার বিষয়টি কাপাসিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন গতকাল সন্ধ্যার দিকে জানতে পারেন। তিনি বলেন, ‘ওই নারী ও তাঁর সন্তানকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজ কর্মীকে হাসপাতালে পাঠাই। সন্তানসহ ওই নারী সুস্থ হওয়ার পর তাঁদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, ‘গতকাল দুপুরের দিকে নবজাতকসহ এক নারীকে হাসপাতালে আনা হয়। পরে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। বাচ্চাটির ওজন অনেক কম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার দুপুরে মানসিক ভারসাম্যহীন নারীকেও ওই হাসপাতালের মানসিক বিভাগে পাঠানো হয়েছে। মা ও ছেলে ভালো আছেন। ওই নারীর পরিচয় জানা যায়নি।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে