Ajker Patrika

নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রাইড শেয়ার মোটরসাইকেলচালক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রাইড শেয়ার মোটরসাইকেলচালক গ্রেপ্তার
প্রতীকী ছবি

নরসিংদীতে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের মামলায় রাইড শেয়ার মোটরসাইকেলচালক শাহপরানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে তিনি ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে শাহপরানকে পলায়নরত অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানা-পুলিশ।

গ্রেপ্তার মোটরসাইকেলচালক শাহপরান ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী (দক্ষিণপাড়া) এলাকার আব্দুল আলীর ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৮ মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন এক সন্তানের জননী ওই ভুক্তভোগী নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভাস্থ পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পার্শ্বস্থিত এলিট স্টিল লিমিটেডের ৫০০ গজ উত্তরে একটি কালভার্টের পাশের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন রাইড শেয়ার চালক মো. শাহপরান। এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তাঁর স্বজনদের নিকট থেকেও অর্থ আদায় করেন চালক।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ মারফত সংবাদ পেয়ে পলাশ থানা-পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মো. শাহপরানের বিরুদ্ধে মামলা করেন।

নরসিংদীর পুলিশ সুপার মো.আব্দুল হান্নানের নির্দেশে ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে থানা-পুলিশ।

পরে গতকাল মধ্যরাতে ধর্ষক শাহপরানকে পলায়নরত অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত