ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে যমুনা সেতুর ওপর পরপর কয়েকটি দুর্ঘটনায় চার-পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গ ও ঢাকাগামী যাত্রী ও চালকেরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু পূর্ব থানা ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতুর ওপর ও মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার থেকে পাঁচটি যানবাহন বিকল হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরাতে সময় লাগায় যানজট দীর্ঘ হয়।
শনিবার (১৪ জুন) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সরেজমিনে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় দেখা যায়, সড়কে থেমে থেমে চলছে যানবাহন। তীব্র গরমে দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তবে সকাল ৮টার পর থেকে কিছুটা স্বস্তি মেলে, গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ধীরগতিতে যানবাহন চলছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’
যমুনা সেতু থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতের সংঘর্ষে পিকআপ ও ট্রাকের দুর্ঘটনার পর থেকেই সেতু এলাকায় যানজট তৈরি হয়। প্রায় ২০ কিলোমিটারজুড়ে গাড়ির ধীরগতি দেখা যায়। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর উভয় অংশে কয়েক দফায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রাখা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত অপসারণের পর টোল আদায় আবার চালু করা হয়। আশা করছি, কিছু সময়ের মধ্যেই যানজট পুরোপুরি কমে আসবে।’

টাঙ্গাইলে যমুনা সেতুর ওপর পরপর কয়েকটি দুর্ঘটনায় চার-পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গ ও ঢাকাগামী যাত্রী ও চালকেরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু পূর্ব থানা ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতুর ওপর ও মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার থেকে পাঁচটি যানবাহন বিকল হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরাতে সময় লাগায় যানজট দীর্ঘ হয়।
শনিবার (১৪ জুন) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সরেজমিনে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় দেখা যায়, সড়কে থেমে থেমে চলছে যানবাহন। তীব্র গরমে দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তবে সকাল ৮টার পর থেকে কিছুটা স্বস্তি মেলে, গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ধীরগতিতে যানবাহন চলছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’
যমুনা সেতু থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতের সংঘর্ষে পিকআপ ও ট্রাকের দুর্ঘটনার পর থেকেই সেতু এলাকায় যানজট তৈরি হয়। প্রায় ২০ কিলোমিটারজুড়ে গাড়ির ধীরগতি দেখা যায়। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর উভয় অংশে কয়েক দফায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রাখা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত অপসারণের পর টোল আদায় আবার চালু করা হয়। আশা করছি, কিছু সময়ের মধ্যেই যানজট পুরোপুরি কমে আসবে।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে