
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম তাজুল ইসলামকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পৃথকভাবে এসব নির্দেশ দেন।
দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত পৃথকভাবে শাজাহান খানকে রিমান্ডে নেওয়ার এবং তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।
শাহজাহান-সালমান-আনিসুলের রিমান্ড:
রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সালমান এফ রহমান ও আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ২১ জুলাই দুপুরের দিকে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। ওই দিন বিকেলে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওমর। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্টে মারা যান তিনি।
এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তাজুল ইসলাম নতুন মামলায় গ্রেপ্তার:
তাজুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রমজান মিয়া জীবন নামে একজনের মৃত্যুর ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান সেখ। আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে অংশ নেন মো. রমজান মিয়া জীবন। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের পশ্চিম পাশের রাস্তায় তিনি গুলিবিদ্ধ হন। বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় রমজান মিয়ার স্বজন মোহাম্মদ জামাল মিয়া গত বছর ২৯ অক্টোবর শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মনিরুল ও সোহাইলের রিমান্ড:
যাত্রাবাড়ী থানা এলাকায় রিটন উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে যাত্রাবাড়ী থানায় করা রাসেল হত্যা মামলায় তাঁর রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবরে পল্টনে বিএনপির মহাসমাবেশে গণ অধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সেনা কর্মকর্তাদের আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় ও দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৪ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৬ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২২ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৮ মিনিট আগে