Ajker Patrika

ঢাবি প্রক্টর অফিসের সামনে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাবি প্রক্টর অফিসের সামনে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীদের অবস্থান
ঢাবি প্রক্টর অফিসের সামনে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ সংগঠনের সদস্যদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ মাসে ২ খুন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে অংশীজনদের সঙ্গে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ বুধবার দুপুর ২টায় প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ।

এ সময় তারা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, প্রক্টর জবাব দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘৮ দিন হয়ে গেল, প্রক্টর কিছু জানে না’, ‘প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—স্লোগান দিতে থাকে।

দুপুর ২টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধি আবিদুর রহমান মিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত