ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক মানসিক রোগীর বিরুদ্ধে। এরই মধ্যে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আরিফের মা-বাবার অভিযোগ, থানায় নেওয়ার আগে তাঁদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে মারধর করেছেন চিকিৎসকেরা। অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থামেননি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।
তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন আরিফ হোসেন (১৮)। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের কাশিমপুর খিলমার্কেট এলাকায় তাঁরা থাকেন। সেখানে এক ছাপাখানায় কাজ করতেন আরিফ। কয়েক মাস আগে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে ফতুল্লার শান্তিনগর এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় আরিফের। সে সময় আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আহত আরিফকে তখন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকেরা আরিফের মাথায় সিটি স্ক্যান করানোর পাশাপাশি ভালো কোনো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ জন্য আজ আরিফকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন, ঠিক তখনই হঠাৎ আরিফ তাঁর গালে চড় মেরে বসেন।
আরিফের বাবা তাজউদ্দিন ও মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের মাথায় সমস্যা আছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। অন্যায়ভাবে সে আজকে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু এরপর ডাক্তাররা আমাদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে অনেক মারধর করে। মাটিতে ফেলে লাথি মারে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও তারা মেরেছে তাকে।’
এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সেবা দিতে দেখা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক মানসিক রোগীর বিরুদ্ধে। এরই মধ্যে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আরিফের মা-বাবার অভিযোগ, থানায় নেওয়ার আগে তাঁদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে মারধর করেছেন চিকিৎসকেরা। অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থামেননি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।
তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন আরিফ হোসেন (১৮)। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের কাশিমপুর খিলমার্কেট এলাকায় তাঁরা থাকেন। সেখানে এক ছাপাখানায় কাজ করতেন আরিফ। কয়েক মাস আগে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে ফতুল্লার শান্তিনগর এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় আরিফের। সে সময় আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আহত আরিফকে তখন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকেরা আরিফের মাথায় সিটি স্ক্যান করানোর পাশাপাশি ভালো কোনো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ জন্য আজ আরিফকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন, ঠিক তখনই হঠাৎ আরিফ তাঁর গালে চড় মেরে বসেন।
আরিফের বাবা তাজউদ্দিন ও মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের মাথায় সমস্যা আছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। অন্যায়ভাবে সে আজকে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু এরপর ডাক্তাররা আমাদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে অনেক মারধর করে। মাটিতে ফেলে লাথি মারে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও তারা মেরেছে তাকে।’
এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সেবা দিতে দেখা যায়নি।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে