ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ভুক্তভোগীদের স্বজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলিতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে (৫৫) ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা এবং রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠুকে (৪২) ছুরিকাঘাত করে ২ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
হাসপাতালে সিরাজুলের ছেলে আবু বক্কর বলেন, ‘আমাদের বাসা উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। বাবা মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় কাপ্তান বাজারে যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটে এলে তিনজন ছিনতাইকারী বাবার গতি রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা বাবার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
এদিকে আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, আহত মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। তিনি পেশায় অটো রিকশাচালক। আগে মিঠু নিরাপত্তাকর্মীর কাজ করতেন। রাতে মোহাম্মদপুর তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারীরা গতি রোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতেই পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ফখরুদ্দিন আরও জানান, চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মিঠু। দ্রুত প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকা থেকে আহত হয়ে দুজন হাসপাতালে আসে। তাঁরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে। ওয়ারী থেকে আসা সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে মোহাম্মদপুরের মিঠুর পেটে গুরুতর আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ভুক্তভোগীদের স্বজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলিতে মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে (৫৫) ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা এবং রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশাচালক মিঠুকে (৪২) ছুরিকাঘাত করে ২ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
হাসপাতালে সিরাজুলের ছেলে আবু বক্কর বলেন, ‘আমাদের বাসা উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। বাবা মুরগি ব্যবসায়ী। ভোরে মুরগি কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় কাপ্তান বাজারে যাচ্ছিলেন। টিকাটুলি রেলগেটে এলে তিনজন ছিনতাইকারী বাবার গতি রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা বাবার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
এদিকে আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, আহত মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। তিনি পেশায় অটো রিকশাচালক। আগে মিঠু নিরাপত্তাকর্মীর কাজ করতেন। রাতে মোহাম্মদপুর তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারীরা গতি রোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতেই পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ফখরুদ্দিন আরও জানান, চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মিঠু। দ্রুত প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকা থেকে আহত হয়ে দুজন হাসপাতালে আসে। তাঁরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে। ওয়ারী থেকে আসা সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে মোহাম্মদপুরের মিঠুর পেটে গুরুতর আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৮ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১৪ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে