জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গবেষকেরা প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে একটি নতুন প্রযুক্তির কৌশল উদ্ভাবন করেছেন। তাঁরা
প্রত্নতাত্ত্বিক স্থাপনার থ্রিডি ডকুমেন্টেশন রেকর্ড করতে সক্ষম হয়েছেন। এই প্রযুক্তির মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত যেকোনো স্থাপনার হুবহু প্রতিলিপি তৈরি করা সম্ভব। আজ মঙ্গলবার জাবির জহির রায়হান অডিটরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করেন গবেষকেরা।
সেমিনারে গবেষকেরা দাবি করেন, অ্যানালগ পদ্ধতিতে একটি স্থাপনার থ্রিডি ডকুমেন্টেশন তৈরি করতে দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন। সেখানে নতুন এই প্রযুক্তিতে মাত্র কয়েক ঘণ্টায় একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার প্রতিলিপি তৈরি করা সম্ভব। যেটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি।
এ সময় খুবির স্থাপত্য বিভাগের অধ্যাপক এ টি এম মাসুদ রেজা বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক জায়গায় প্রত্নতাত্ত্বিক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এসব নিদর্শন সংরক্ষণে সনাতন পদ্ধতিতে দ্রুত সময়ে ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব নয়; কিন্তু উন্নত প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে সহজেই যেকোনো স্থাপনার থ্রিডি ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে।’
জাবির কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পুনরুদ্ধারের জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞদের এনে বেশি অর্থ খরচ করে কাজ করাতে হতো। এখন নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে বিশ্বমানের থ্রিডি ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন জাবির প্রত্নতত্ত্ব বিভাগের নূরুল কবির, ‘সাইয়ার্ক’-এর ডিরেক্টর ক্যাসি হ্যাডিক, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক হাফিজুর রহমান প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গবেষকেরা প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে একটি নতুন প্রযুক্তির কৌশল উদ্ভাবন করেছেন। তাঁরা
প্রত্নতাত্ত্বিক স্থাপনার থ্রিডি ডকুমেন্টেশন রেকর্ড করতে সক্ষম হয়েছেন। এই প্রযুক্তির মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত যেকোনো স্থাপনার হুবহু প্রতিলিপি তৈরি করা সম্ভব। আজ মঙ্গলবার জাবির জহির রায়হান অডিটরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করেন গবেষকেরা।
সেমিনারে গবেষকেরা দাবি করেন, অ্যানালগ পদ্ধতিতে একটি স্থাপনার থ্রিডি ডকুমেন্টেশন তৈরি করতে দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন। সেখানে নতুন এই প্রযুক্তিতে মাত্র কয়েক ঘণ্টায় একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার প্রতিলিপি তৈরি করা সম্ভব। যেটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি।
এ সময় খুবির স্থাপত্য বিভাগের অধ্যাপক এ টি এম মাসুদ রেজা বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক জায়গায় প্রত্নতাত্ত্বিক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এসব নিদর্শন সংরক্ষণে সনাতন পদ্ধতিতে দ্রুত সময়ে ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব নয়; কিন্তু উন্নত প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে সহজেই যেকোনো স্থাপনার থ্রিডি ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে।’
জাবির কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পুনরুদ্ধারের জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞদের এনে বেশি অর্থ খরচ করে কাজ করাতে হতো। এখন নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে বিশ্বমানের থ্রিডি ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন জাবির প্রত্নতত্ত্ব বিভাগের নূরুল কবির, ‘সাইয়ার্ক’-এর ডিরেক্টর ক্যাসি হ্যাডিক, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক হাফিজুর রহমান প্রমুখ।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে