নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই তারিখ ধার্য করেন।
এর আগে গত ১ মার্চ র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমান আদালতে সাক্ষ্য দেন। ওই দিন মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। অন্যদিকে পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হননি। তাঁর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে পরীমণির পক্ষে আংশিক জেরা করার সুযোগ দেওয়া হয়। পরীমণির পক্ষে বাকি জেরার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। গত ৫ জানুয়ারি পরীক্ষাসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। এরপর ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমণির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই তারিখ ধার্য করেন।
এর আগে গত ১ মার্চ র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমান আদালতে সাক্ষ্য দেন। ওই দিন মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। অন্যদিকে পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হননি। তাঁর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে পরীমণির পক্ষে আংশিক জেরা করার সুযোগ দেওয়া হয়। পরীমণির পক্ষে বাকি জেরার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। গত ৫ জানুয়ারি পরীক্ষাসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। এরপর ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমণির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৪ মিনিট আগে