নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আনিসুল হককে। পরে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. আহসান হাবিব।
শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আল আমিন হোসেন ওই আন্দোলনে যোগ দেন। বেলা সাড়ে ৩টার সময় বাড্ডা থানার প্রধান সড়ক থেকে ঢুকতে বট গাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আল আমিনের মা গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও পুলিশ সদস্যরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করেছেন, আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলে জানা গেছে। এই কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁকে রিমান্ডে নেবেন বলে জানা গেছে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আনিসুল হককে। পরে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. আহসান হাবিব।
শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আল আমিন হোসেন ওই আন্দোলনে যোগ দেন। বেলা সাড়ে ৩টার সময় বাড্ডা থানার প্রধান সড়ক থেকে ঢুকতে বট গাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আল আমিনের মা গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও পুলিশ সদস্যরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করেছেন, আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলে জানা গেছে। এই কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁকে রিমান্ডে নেবেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১০ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪০ মিনিট আগে