Ajker Patrika

উত্তরায় র‍্যাবের পোশাকে এসে মোটরসাইকেলের গতিরোধ, নগদের কোটি টাকা ছিনতাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৫, ১৮: ৪৮
কালো মাইক্রো গতিরোধ করার পর মোটরসাইকেল থেকে নেমে এক ব্যক্তি দৌড় দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
কালো মাইক্রো গতিরোধ করার পর মোটরসাইকেল থেকে নেমে এক ব্যক্তি দৌড় দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাক পরে এসে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এজেন্টদের থেকে কোটি টাকা ছিনতাই করা হয়েছে। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ ও ১৩ নম্বর সড়কের মোড়ে আজ শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা চার এজেন্টের মধ্যে তিনজনকে গাড়িতে তুলে নেওয়া হয়। পরে উত্তরার দিয়াবাড়ির ১৭ নম্বর সেক্টরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, তাঁদের কাছে থাকা ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। তাঁদের একজন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিং নগদের ডিস্ট্রিবিউটর মো. আব্দুল খালেক নয়নের উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় কোটি টাকা রাখা ছিল। সেখান থেকে কাউসার, ওমর ফারুক, আব্দুর রহমান ও লিয়াকত আলী নামের চারজন কর্মচারী ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে অফিসের দিকে রওনা দেয়। পথিমধ্যে উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টর মোড়ে পৌঁছানো মাত্রই একটি কালো রঙের হাইস গাড়ি তাঁদের গতিরোধ করে টাকা ছিনতাই করে।

ওই ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ আজকের পত্রিকার কাছে রয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ৮টা ৫৮ মিনিট ২৬ সেকেন্ড। দুই মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের হাইস গাড়ি (মেট্রো-চ-১৬-৩৬৭৭) তাঁদের গতিরোধ করে। এ সময় এক মোটরসাইকেলের পেছনের সিটে থাকা এক ব্যক্তি নেমে দৌড় দেন। তাঁর কাঁধে কালো রঙের ব্যাগ ও হাতে একটি সাদা শপিং ব্যাগ ছিল। ওই সময় হায়েস গাড়ি থেকে চার-পাঁচজন নেমে তাঁকে ধাওয়া করেন। তাঁদের একজনের হাতে পিস্তল দেখা গেছে।

একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী ব্যক্তিটিকে ধরে ফেলা হয়। তারপর তাঁকে চড়থাপ্পড় মারতে মারতে মারতে হায়েস গাড়িটির দিকে নিয়ে তোলা হয়। এ সময় আরও দুজনকেও গাড়িটিতে উঠিয়ে নিয়ে যেতে দেখা যায়।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, নগদের এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আসা ফোনের মাধ্যমে জানা যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেই সঙ্গে র‍্যাব-১-এর একটি দলও সেখানে গিয়ে তাদের কার্যক্রম চালাতে দেখা যায়।

দৌড় দেওয়া ব্যক্তিকে ধরে এনে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
দৌড় দেওয়া ব্যক্তিকে ধরে এনে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নগদের ডিস্ট্রিবিউটরের বাসা থেকে তাদের অফিসে টাকাগুলো নিয়ে যাচ্ছিল। ওই সময় ১৩ নম্বর সেক্টরে এলাকা থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়।’

তিনি বলেন, ‘ছিনতাইকারীরা গাড়ি নিয়ে বসে ছিল। টাকা নিয়ে ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ঢোকা মাত্রই কালো হায়েস গাড়িতে লোকজন তাদের ব্লক দেয়। তারপর গাড়ি থেকে নেমে টাকা থাকা ব্যক্তিটির কাছ থেকে টাকাগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।’

র‍্যাব লেখা পোশাক ও হাতে থাকা পিস্তলের বিষয়ে জানতে চাইলে ডিসি মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও ফুটেজে র‍্যাবের পোশাক পরিহিত অবস্থায় ছিনতাইকারীদের দেখা গেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটির নম্বরও আমরা শনাক্ত করেছি।’

অপর দিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নগদের চার কর্মচারীর কাছেই বিভিন্ন অ্যামাউন্টের টাকা ছিল। চারজনের তিনজনকে উত্তরার দিয়াবাড়ি ১৭ নম্বর সেক্টর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যায়। ছিনিয়ে নেওয়ার টাকার মোট পরিমাণ এক কোটি আট লাখ টাকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত