
মাদারীপুরের রাজৈরে বসতঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছেন স্বজনেরা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে শিশুটির লাশ পাওয়া যায়।
স্বজনেরা জানিয়েছেন, এ সময় শিশুর মুখে গামছা বাঁধা অবস্থায় ছিল। এ ছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পরে খবর পেয়ে আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত শিশুর নাম তিশা (১১) ওই গ্রামের ভ্যানচালক মিলন শেখের মেয়ে। সে রাজৈরের নয়াকান্দি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে তিশাকে একা ঘরে রেখে তার ছোট বোনকে নিয়ে বাইরে যান মা শাহিনুর বেগম। পরে সন্ধ্যায় ঘরে ঢোকার সময় কিছু জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি। এ সময় তিশাকে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরে প্রবেশ করেন। শিশুটিকে ঘরের শোকেজের পাশে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় শাহিনুরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিশাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, নিহত তিশার বাড়ির কাছে প্রায় পাঁচ মাস আগে ঘর ভাড়া নেন মিরাজ নামের এক যুবক। এরপর প্রায়ই তিশাকে উত্ত্যক্ত করতেন মিরাজ। বাড়ি ফাঁকা পেয়ে ঘরে প্রবেশ করে তিনি। এরপর মাদ্রাসাছাত্রীর মুখে গামছা দিয়ে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানির ভয়ে শ্বাসরোধে তিশাকে হত্যা করে পালিয়ে যান মিরাজ।

নিহতের মা শাহিনুর বেগম বলেন, ‘বেশ কয়েকবার ওই বখাটেকে নিষেধ করছি। কিন্তু শোনেনি সে। পরে তার বন্ধুদের নিয়ে তার ঘরের ভেতর আড্ডাখানা বানিয়েছে সে। সেখানে বন্ধুরা মিলে মাদক সেবন করত। ফাঁকা বাড়িতে একা পেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করবে তা বুঝতে পারিনি। মেয়ে হত্যার বিচার চাই।’
তিশার চাচা ফারুক শেখ বলেন, ‘আমাদের ধারণা ধর্ষণ শেষে তিশাকে শ্বাসরোধে হত্যা করেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রতিবেশী কুদ্দুস ব্যাপারী বলেন, ‘তিশার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মিরাজ পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ খান বলেন, এই হত্যার সঙ্গে কে বা কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে