
শেষ মুহূর্তের ঈদ যাত্রায়ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটে পড়েছে ঘরমুখো মানুষ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি দুর্ঘটনা ও পরিবহন বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত ও সরাতে সময় লাগায় পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়।
যানজট কমাতে ঢাকায় গাড়ি প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। পথটি দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গ অভিমুখে গাড়ি বের করার ব্যবস্থা করছে পুলিশ। আপাতত এক লেনে চলছে গাড়ি।
মঙ্গলবার রাত ৯ টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা থেকে ঘারিন্দা পর্যন্ত পৌনে এক ঘন্টা পরিবহনগুলোকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিন গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত কয়েক দফা টোল আদায় বন্ধ, সারাদিনে কয়েকটি পরিবহন বিকল ও দুর্ঘটনা হওয়ায় সারাদিনই থেমে থেমে পরিবহন চলাচল করে।
মঙ্গলবার সারাদিন এলেঙ্গা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে যানবাহন চলাচল করছে। রাবনা বাইপাস থেকে টাঙ্গাইলের করোটিয়া পর্যন্তও মহাসড়কে গাড়ি থেমে থেমে চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।
ঢাকা থেকে ভূঞাপুরের উদ্দেশ্যে কয়েক গুণ বেশি ভাড়া গুণে সপরিবারে ফেরা লোকমান জানান, ১০ ঘন্টায় রসুলপর পর্যন্ত এসে হেটে সংযোগ সড়কে গিয়ে ইজিবাইক বা সিএনজিতে বাড়ি যাবো।
মহাসড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মুশফিক জানান, গতকাল বিকেলে পোশাক কারখানা ছুটি হওয়ার মহাসড়কে পরিবহনের সংখ্যা স্বাভাবিকের থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল ও দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়ি সরাতে সময় লাগার কারণে সড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে পরিবহন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৮ মিনিট আগে