টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ও চাঁদপুরের নৌ-সীমানা এলাকার চর আব্দুল্লাহপুরের নাছিরার চরে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চাঁদপুর জেলার মতলব উত্তরের বাসিন্দা রিফাত (২৬) এবং মুন্সিগঞ্জ সদরের ভাসানচর গ্রামের রাসেল ফকির (২৮)।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, গতকাল সন্ধ্যায় মেঘনা নদীতে চাঁদপুরের মোহনপুর এলাকায় নদীতে দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। অপরজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তাঁর লোকজন পদ্মা নদীর মুন্সিগঞ্জ-মোহনপুর সীমানার চর বাংলাবাজারের নাছিরার চরে ২৫-২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। স্থানীয়রা একাধিকবার বারণ করেও কোনো প্রতিকার পায়নি। গতকাল সন্ধ্যায় স্থানীয়রা সেখানে ড্রেজার বসাতে গেলে কিবরিয়া মিজির পক্ষের জনি, জসিম দেওয়ান, মিছির ব্যাপারী তাঁদের গুলি করে। তাতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত, রাসেল ও স্পিডবোটচালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানিয়েছেন, রাত ৮টার দিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই দুজন মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ও চাঁদপুরের নৌ-সীমানা এলাকার চর আব্দুল্লাহপুরের নাছিরার চরে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চাঁদপুর জেলার মতলব উত্তরের বাসিন্দা রিফাত (২৬) এবং মুন্সিগঞ্জ সদরের ভাসানচর গ্রামের রাসেল ফকির (২৮)।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, গতকাল সন্ধ্যায় মেঘনা নদীতে চাঁদপুরের মোহনপুর এলাকায় নদীতে দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। অপরজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তাঁর লোকজন পদ্মা নদীর মুন্সিগঞ্জ-মোহনপুর সীমানার চর বাংলাবাজারের নাছিরার চরে ২৫-২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। স্থানীয়রা একাধিকবার বারণ করেও কোনো প্রতিকার পায়নি। গতকাল সন্ধ্যায় স্থানীয়রা সেখানে ড্রেজার বসাতে গেলে কিবরিয়া মিজির পক্ষের জনি, জসিম দেওয়ান, মিছির ব্যাপারী তাঁদের গুলি করে। তাতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত, রাসেল ও স্পিডবোটচালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানিয়েছেন, রাত ৮টার দিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই দুজন মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাঁকে শ্রীপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে।
৩৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের মারধর ও নির্যাতনের ঘটনায় নতুন শঙ্কার সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে আওয়ামী লীগের নেতারা এখন ঘরছাড়া। হামলার বিষয়ে সাধারণ মানুষেরা মুখ খুলছেন না। হামলায় গ্রেপ্তারে অভিযান শুরুর পর সাবেক
৭ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলার বিভিন্ন এলাকার কৃষিজমি ও নদ-নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এতে সেতু, বাঁধ, আবাদি জমি ও বসতভিটা বিলীন হওয়ার হুমকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বালু তোলার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
৮ ঘণ্টা আগেসাইকেল-ভ্যানে করে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাঁদের কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন প্রজাতির সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারীরা সেই ফুল কিনছেন। ফুল বেচাকেনার এমন হাঁকডাক যশোর-বেনাপোল মহাসড়কঘেঁষে গড়ে ওঠা ফুলের রাজধানীখ্যাত
৮ ঘণ্টা আগে