উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় চুরির অপবাদে দুই কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এক কিশোরের পরিবার টাকা দিয়ে সন্তানকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে রোববার (২৭ অক্টোবর) রাতে পুলিশ গিয়ে আরেক কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের ভাই ভাই অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারেরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের গোলাম কিবরিয়া (২৪) ও আনোয়ার হোসেন (২৮)।
এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাশেদা বেগম নামের এক নারী রোববার একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেকে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনসহ ৪-৫ জন বাসা থেকে ডেকে নিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের একটি ওয়ার্কশপের ভেতর শিকলে বেঁধে নির্যাতন করেছে। পরে তিনি সেখানে গেলে আসামিরা তাঁকে জানান, তাঁর ছেলে চোর। তাঁকে নিতে হলে ৪৫ হাজার টাকা দিতে হবে। পরে তিনি ৩৩ হাজার টাকা এবং একটি সাদা কাগজে লিখিত দিয়ে ছেলেকে মুক্ত করেন। ওই সময় তিনি গ্যারেজটিতে দেখতে পান, তাঁর ছেলের বন্ধুকেও শিকলে বেঁধে আটক রাখা হয়েছে। তার কেউ নেই বিধায় কেউ ছাড়াতে যায়নি।’

ওসি হাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৩২ হাজার টাকা, লিখিত নেওয়া সাদা কাগজসহ গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে শিকলে বেঁধে রাখা অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।’

রাজধানীর উত্তরায় চুরির অপবাদে দুই কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এক কিশোরের পরিবার টাকা দিয়ে সন্তানকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে রোববার (২৭ অক্টোবর) রাতে পুলিশ গিয়ে আরেক কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের ভাই ভাই অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারেরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের গোলাম কিবরিয়া (২৪) ও আনোয়ার হোসেন (২৮)।
এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাশেদা বেগম নামের এক নারী রোববার একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেকে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনসহ ৪-৫ জন বাসা থেকে ডেকে নিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের একটি ওয়ার্কশপের ভেতর শিকলে বেঁধে নির্যাতন করেছে। পরে তিনি সেখানে গেলে আসামিরা তাঁকে জানান, তাঁর ছেলে চোর। তাঁকে নিতে হলে ৪৫ হাজার টাকা দিতে হবে। পরে তিনি ৩৩ হাজার টাকা এবং একটি সাদা কাগজে লিখিত দিয়ে ছেলেকে মুক্ত করেন। ওই সময় তিনি গ্যারেজটিতে দেখতে পান, তাঁর ছেলের বন্ধুকেও শিকলে বেঁধে আটক রাখা হয়েছে। তার কেউ নেই বিধায় কেউ ছাড়াতে যায়নি।’

ওসি হাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৩২ হাজার টাকা, লিখিত নেওয়া সাদা কাগজসহ গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে শিকলে বেঁধে রাখা অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।’

টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের চাপায় এক অজ্ঞাতনামা নারী (৫০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে