নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্র ইউনিয়নের নামে আবরার ফাহাদকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ছাত্র সংগঠনটি। সম্প্রতি আবরার ফাহাদকে নিয়ে কিছু বিতর্কিত ফেসবুক পোস্ট ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন তাদের এই অবস্থান ব্যক্ত করেছে।
এদিকে ফেসবুকে এসব পোস্ট ও মন্তব্যের পর আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবরার ফাইয়াজ আজ শুক্রবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবরার ফাইয়াজের অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২৭ মে। ওই দিন আবরার ফাইয়াজ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের শাসনামলে একটি বিচার নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন। সেই পোস্ট ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘জাশি (জামায়াত-শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’
এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবরার ফাহাদ ও তাঁর পরিবারকে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও হুমকিমূলক মন্তব্য ছড়াতে থাকে। ওই পোস্টের মন্তব্যে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন লেখেন, ‘ভাই গেছে যে পথে সেও।’
তবে ছাত্র ইউনিয়নের দাবি, শহীদ আবরার ফাহাদের নামে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো ব্যক্তি শাহরিয়ার ইব্রাহিমের সঙ্গে তাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জানিয়েছে, Shahriar Ibrahim নামের যে ফেসবুক প্রোফাইল থেকে শহীদ আবরার ফাহাদকে নিয়ে বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, সেই প্রোফাইলধারী নিজেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি বলে দাবি করলেও তাঁর সঙ্গে বা তাঁর কর্মকাণ্ডের সঙ্গে ছাত্র ইউনিয়নের কোনো সংযুক্তি নেই। এই দাবি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
এদিকে জিডি করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবরার ফাইয়াজ। তিনি জানান, একটি মহল পরিকল্পিতভাবে আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই হুমকির কারণে আমি ও আমার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’
আবরার ফাইয়াজ আরও জানান, এ ধরনের মন্তব্য তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি হুমকির শামিল এবং এতে তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, শহীদ আবরার ফাহাদকে হত্যার বহু বছর পরও একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয় করার অপপ্রয়াস চালাচ্ছে এবং তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ন করছে। এই পরিস্থিতিকে তিনি ‘উদ্বেগজনক’ উল্লেখ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত সহায়তা চেয়েছেন। জিডির সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ফেসবুক পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট, সাংগঠনিক পরিচয়সহ প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্র ইউনিয়নের নামে আবরার ফাহাদকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ছাত্র সংগঠনটি। সম্প্রতি আবরার ফাহাদকে নিয়ে কিছু বিতর্কিত ফেসবুক পোস্ট ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন তাদের এই অবস্থান ব্যক্ত করেছে।
এদিকে ফেসবুকে এসব পোস্ট ও মন্তব্যের পর আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবরার ফাইয়াজ আজ শুক্রবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবরার ফাইয়াজের অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২৭ মে। ওই দিন আবরার ফাইয়াজ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের শাসনামলে একটি বিচার নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন। সেই পোস্ট ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘জাশি (জামায়াত-শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’
এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবরার ফাহাদ ও তাঁর পরিবারকে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও হুমকিমূলক মন্তব্য ছড়াতে থাকে। ওই পোস্টের মন্তব্যে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন লেখেন, ‘ভাই গেছে যে পথে সেও।’
তবে ছাত্র ইউনিয়নের দাবি, শহীদ আবরার ফাহাদের নামে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো ব্যক্তি শাহরিয়ার ইব্রাহিমের সঙ্গে তাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জানিয়েছে, Shahriar Ibrahim নামের যে ফেসবুক প্রোফাইল থেকে শহীদ আবরার ফাহাদকে নিয়ে বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, সেই প্রোফাইলধারী নিজেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি বলে দাবি করলেও তাঁর সঙ্গে বা তাঁর কর্মকাণ্ডের সঙ্গে ছাত্র ইউনিয়নের কোনো সংযুক্তি নেই। এই দাবি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
এদিকে জিডি করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবরার ফাইয়াজ। তিনি জানান, একটি মহল পরিকল্পিতভাবে আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই হুমকির কারণে আমি ও আমার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’
আবরার ফাইয়াজ আরও জানান, এ ধরনের মন্তব্য তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি হুমকির শামিল এবং এতে তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, শহীদ আবরার ফাহাদকে হত্যার বহু বছর পরও একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয় করার অপপ্রয়াস চালাচ্ছে এবং তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ন করছে। এই পরিস্থিতিকে তিনি ‘উদ্বেগজনক’ উল্লেখ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত সহায়তা চেয়েছেন। জিডির সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ফেসবুক পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট, সাংগঠনিক পরিচয়সহ প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
১৫ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
১৯ মিনিট আগে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
১ ঘণ্টা আগে