নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করে দুর্নীতি দমন কমিশন। কুতুবের আপিল মঞ্জুর করে গতকাল বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘রায় স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। আশাকরি আগামী রোববার এটি চেম্বার আদালতে শুনানি হবে।’
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুনে কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন। আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি বাড়িও করেন সেখানে।
ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করে দুর্নীতি দমন কমিশন। কুতুবের আপিল মঞ্জুর করে গতকাল বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘রায় স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। আশাকরি আগামী রোববার এটি চেম্বার আদালতে শুনানি হবে।’
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুনে কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন। আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি বাড়িও করেন সেখানে।
ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে