গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা সর্বনিম্ন বেতন প্রত্যাখ্যান করে গাজীপুরে বিভিন্ন শিল্প এলাকায় আজ বৃহস্পতিবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে শিল্প ও মহানগর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে নিরাপত্তার কারণে এসব এলাকার বেশ কিছু পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে। এ পর্যন্ত ১২টি পোশাক কারখানা থেকে বন্ধ রাখার চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে চাইলে কারখানা ফের চালু করা হবে।’
গত ২৩ অক্টোবর থেকে সর্বনিম্ন বেতন ২৩ হাজার নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে গত ৭ নভেম্বর সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প ও থানার পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর কিছু সময় পর নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, সকাল থেকেই শ্রমিকেরা গাজীপুর মহানগরীর নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কে আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা সড়ক অবরোধ ও ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নাওজোড় এলাকায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ, বিজিবি পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা চাইছি শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা সর্বনিম্ন বেতন প্রত্যাখ্যান করে গাজীপুরে বিভিন্ন শিল্প এলাকায় আজ বৃহস্পতিবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে শিল্প ও মহানগর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে নিরাপত্তার কারণে এসব এলাকার বেশ কিছু পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে। এ পর্যন্ত ১২টি পোশাক কারখানা থেকে বন্ধ রাখার চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে চাইলে কারখানা ফের চালু করা হবে।’
গত ২৩ অক্টোবর থেকে সর্বনিম্ন বেতন ২৩ হাজার নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে গত ৭ নভেম্বর সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প ও থানার পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর কিছু সময় পর নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, সকাল থেকেই শ্রমিকেরা গাজীপুর মহানগরীর নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কে আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা সড়ক অবরোধ ও ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নাওজোড় এলাকায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ, বিজিবি পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা চাইছি শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৮ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে