ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।
আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।
এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই।
পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন।
তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।
আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।
এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই।
পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে