নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার (২৬ মে) সকালে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, দুর্ঘটনা রোধে চালকদের প্রয়োজনীয় ব্রিফিং দিতে হবে। ঈদ আনন্দ যেন কারও নিরানন্দের কারণ না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
কমিশনার সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বিগত ঈদে সর্বমহলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ঈদযাত্রা সম্পন্ন হয়েছে। এবারও সম্মানিত নগরবাসীকে নিরাপদ যাত্রা উপহার দিতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানান, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটরযান মেরামত কারখানাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
অপরদিকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের দমনে নগরজুড়ে পুলিশের টহল বাড়ানো হবে। ঈদে বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বানও জানান তিনি।
সমন্বয় সভায় পুলিশের বিভিন্ন ইউনিট, গোয়েন্দা সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার (২৬ মে) সকালে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, দুর্ঘটনা রোধে চালকদের প্রয়োজনীয় ব্রিফিং দিতে হবে। ঈদ আনন্দ যেন কারও নিরানন্দের কারণ না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
কমিশনার সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বিগত ঈদে সর্বমহলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ঈদযাত্রা সম্পন্ন হয়েছে। এবারও সম্মানিত নগরবাসীকে নিরাপদ যাত্রা উপহার দিতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানান, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটরযান মেরামত কারখানাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
অপরদিকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের দমনে নগরজুড়ে পুলিশের টহল বাড়ানো হবে। ঈদে বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বানও জানান তিনি।
সমন্বয় সভায় পুলিশের বিভিন্ন ইউনিট, গোয়েন্দা সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে