Ajker Patrika

সবুজবাগে ছুরিকাঘাতে যুবক খুন

ঢামেক প্রতিবেদক
সবুজবাগে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর সবুজবাগ রাজারবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত যুবকের নাম আলমগীর (২৬)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত আলমগীরের বড় বোন পারুল আক্তার বলেন, তাঁদের বাড়ি জামালপুর সদর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবার নাম ফজল মিয়া। আলমগীর সবুজবাগ দক্ষিণ রাজারবাগ বাগপাড়া এলাকায় স্ত্রী জেসমিন আক্তার ও নয় মাসের এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

পারুল আক্তার আরও বলেন, আলমগীর ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর অভিযোগ—গত মঙ্গলবার সন্ধ্যার দিকে একই এলাকার আলী রাজারবাগ এলাকায় আলমগীরের কাছ থেকে জোরপূর্বক ১৫ হাজার টাকা নিয়ে নেয়। এই বিষয় নিয়ে আলীর বড় ভাই ওলীর কাছে বিচার দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাগ বাগপাড়া এলাকাতেই ওলীর কাছে আবার যায় আলমগীর। জানতে পেরে আলী সেখানে গিয়ে আলমগীরকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে আলীর বড় বোন সাবিনা এবং তাঁর স্বামী আকবর উপস্থিত ছিলেন। প্রথমে সবাই মিলে আলমগীরকে মারধর করে। পরে আলী ছুরিকাঘাত করে। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, পূর্ব শত্রুতার জেরে আসামিরা আলমগীরকে ছুরিকাঘাত করে। পরে মুগদা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। মরদেহ শুক্রবারে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত