Ajker Patrika

কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী কাকরাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস তুলন (২০) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় তামিম রহমান (২০) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় তাসনিম ফেরদৌস তুলন (২০)।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কাকরাইল বিচারপতির বাস ভবনের গেটের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় তাসনিম (২০)। আর আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তাসনিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে মৃত তাসনিমের খালাতো ভাই আফ্রিদি ইনসান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। তাসনিমের বাবার নাম ইসমাইল মিয়া। বর্তমানে ওয়ারী যুগিনগর এলাকায় থাকে। তাসনিম তিতুমীর কলেজে ফিজিও থেরাপি বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিল। এক ভাই এক বোনের মধ্যে তাসনিম ছিল বড়।

তিনি আরও জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। রাতে জানতে পারি তাসনিম তার আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে তামিমের সঙ্গে ঘুরতে বের হয়। পরে দুর্ঘটনার শিকার হয়। আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। তাদের দুজনের বাসা ওয়ারী যুগীনগর এলাকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত