মুন্সিগঞ্জ প্রতিনিধি

গত দুই দিনে প্রায় আড়াই লাখ যাত্রী মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার লঞ্চঘাট, স্পিডবোট ঘাট ও ফেরিঘাট দিয়ে পদ্মা পাড়ি দিয়েছে। আজ রোববারও সকাল থেকে ঘাটগুলোতে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।
সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পিকআপের চাপ দেখা গেছে। তবে, সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেলের চাপ। কয়েক হাজার মোটরসাইকেল এই ঘাট দিয়ে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে।
এ ছাড়া, গণপরিবহনে করে যাত্রীরা এসে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে নদী পাড়ি দিচ্ছে।
তবে, কর্তৃপক্ষ বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যাত্রীদের চাপ কিছুটা কমতে শুরু করেছে। সারা দিনে শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি, ১৫৩টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চে যান ও যাত্রী পার করা হচ্ছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব জানান, ঘাটে তিন শতাধিক ছোট গাড়ি রয়েছে। সকালে মোটরসাইকেলের অনেক চাপ থাকলেও এখন সেটা কমতে শুরু করেছে। প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে। এখন অল্প কিছু বাকি আছে।
এদিকে রোববার ভোর থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার উদ্দেশে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে যে হাজার হাজার মানুষ আসছেন শিমুলিয়ায়, তাদের অধিকাংশ বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মজীবী। শিমুলিয়া ঘাট এলাকায় জটিলতা এড়াতে গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে। এ কারণে দীর্ঘ পথ হেঁটে ঘরমুখী যাত্রীদের ঘাটে পৌঁছাতে গিয়ে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তবে সুশৃঙ্খলভাবে ঘাট ব্যবস্থাপনার জন্য বাধ্য হয়েই গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুমন দেব।

গত দুই দিনে প্রায় আড়াই লাখ যাত্রী মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার লঞ্চঘাট, স্পিডবোট ঘাট ও ফেরিঘাট দিয়ে পদ্মা পাড়ি দিয়েছে। আজ রোববারও সকাল থেকে ঘাটগুলোতে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।
সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পিকআপের চাপ দেখা গেছে। তবে, সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেলের চাপ। কয়েক হাজার মোটরসাইকেল এই ঘাট দিয়ে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে।
এ ছাড়া, গণপরিবহনে করে যাত্রীরা এসে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে নদী পাড়ি দিচ্ছে।
তবে, কর্তৃপক্ষ বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যাত্রীদের চাপ কিছুটা কমতে শুরু করেছে। সারা দিনে শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি, ১৫৩টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চে যান ও যাত্রী পার করা হচ্ছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব জানান, ঘাটে তিন শতাধিক ছোট গাড়ি রয়েছে। সকালে মোটরসাইকেলের অনেক চাপ থাকলেও এখন সেটা কমতে শুরু করেছে। প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে। এখন অল্প কিছু বাকি আছে।
এদিকে রোববার ভোর থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার উদ্দেশে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে যে হাজার হাজার মানুষ আসছেন শিমুলিয়ায়, তাদের অধিকাংশ বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মজীবী। শিমুলিয়া ঘাট এলাকায় জটিলতা এড়াতে গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে। এ কারণে দীর্ঘ পথ হেঁটে ঘরমুখী যাত্রীদের ঘাটে পৌঁছাতে গিয়ে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তবে সুশৃঙ্খলভাবে ঘাট ব্যবস্থাপনার জন্য বাধ্য হয়েই গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুমন দেব।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
৫ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
১০ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
১৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৪৪ মিনিট আগে