কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এতে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী দম্পতির ছেলে মোহাম্মদ তায়িব (১৮)। এ নিয়ে তাঁর স্বজনেরা এখন খুবই উদ্বিগ্ন।
তায়িবের বাবা হাবিবুর রহমান আইয়ুব একজন প্রবাসী। হাবিবুরের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে।
হাবিবুরের মা গোল মেহের আজকের পত্রিকাকে বলেন, ‘তায়িব আমার বড় ছেলের ঘরের বড় নাতি। শুনছি সে বিদেশের (ইউক্রেন) হয়ে যুদ্ধ করছে। ওই দেশে যুদ্ধের ঘটনা শোনার পর থেকে আমার দুচোখে ঘুম আসে না। আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ছেলে ও নাতনিদের তুমি হেফাজত করো।’
গোল মেহের বলেন, ‘হাবিবুর আমার অনেক সাধনার ধন। সে আমার বড় ছেলে। হাবিবুর ইউক্রেনে থাকে ৩০-৪০ বছর হবে। সে ওই দেশে বিয়ে করেছে। ওই দেশে তাঁর দুইটা ছেলে হয়েছে। কিছুদিন আগে আমার ছেলে বলেছিল দেশে আসবে। যুদ্ধ লাগছে, এখন কেমনে দেশে আসবে? এখন আল্লাহ যদি তাদের হেফাজত করে।’
তায়িবের ছোট চাচা রাসেল হোসেন বলেন, ‘ইউক্রেন সরকারের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আমার বড় ভাই তাঁর পরিবার নিয়ে সেখানে আশ্রয়ে রয়েছে। অনেক কষ্টে দিন কাটাচ্ছে। খেয়ে না খেয়ে খাবারের অনেক কষ্ট করছে। গত মঙ্গলবার রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা হয়, তখন তিনি বলছিলেন, ইউক্রেন সরকার এবং ওই দেশের বর্ডার গার্ড কাউকে ইউক্রেন থেকে অন্য দেশে যেতে দেয় না।’
রাসেল হোসেন বলেন, ‘ভাই আমাকে জানিয়েছে, তাঁর বড় ছেলে ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমাদের চিন্তার সবচেয়ে বড় কারণ এখন তায়িব।’
রাসেল হোসেন আরও বলেন, ‘তায়িব ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিল। ছোটবেলায় আমরা তাকে দেখেছি গায়ের শক্তি ও সাহসের দিক দিয়ে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল সে। চিন্তাশীল স্বভাবের ছেলে ছিল তায়িব। নিজের চিন্তাকে প্রাধান্য দিয়ে তার বাবাকে বুঝিয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে তায়িব। এখন যদি তাদের বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো তারা দেশে ফিরে আসতে পারবে।’

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এতে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী দম্পতির ছেলে মোহাম্মদ তায়িব (১৮)। এ নিয়ে তাঁর স্বজনেরা এখন খুবই উদ্বিগ্ন।
তায়িবের বাবা হাবিবুর রহমান আইয়ুব একজন প্রবাসী। হাবিবুরের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে।
হাবিবুরের মা গোল মেহের আজকের পত্রিকাকে বলেন, ‘তায়িব আমার বড় ছেলের ঘরের বড় নাতি। শুনছি সে বিদেশের (ইউক্রেন) হয়ে যুদ্ধ করছে। ওই দেশে যুদ্ধের ঘটনা শোনার পর থেকে আমার দুচোখে ঘুম আসে না। আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ছেলে ও নাতনিদের তুমি হেফাজত করো।’
গোল মেহের বলেন, ‘হাবিবুর আমার অনেক সাধনার ধন। সে আমার বড় ছেলে। হাবিবুর ইউক্রেনে থাকে ৩০-৪০ বছর হবে। সে ওই দেশে বিয়ে করেছে। ওই দেশে তাঁর দুইটা ছেলে হয়েছে। কিছুদিন আগে আমার ছেলে বলেছিল দেশে আসবে। যুদ্ধ লাগছে, এখন কেমনে দেশে আসবে? এখন আল্লাহ যদি তাদের হেফাজত করে।’
তায়িবের ছোট চাচা রাসেল হোসেন বলেন, ‘ইউক্রেন সরকারের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আমার বড় ভাই তাঁর পরিবার নিয়ে সেখানে আশ্রয়ে রয়েছে। অনেক কষ্টে দিন কাটাচ্ছে। খেয়ে না খেয়ে খাবারের অনেক কষ্ট করছে। গত মঙ্গলবার রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা হয়, তখন তিনি বলছিলেন, ইউক্রেন সরকার এবং ওই দেশের বর্ডার গার্ড কাউকে ইউক্রেন থেকে অন্য দেশে যেতে দেয় না।’
রাসেল হোসেন বলেন, ‘ভাই আমাকে জানিয়েছে, তাঁর বড় ছেলে ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমাদের চিন্তার সবচেয়ে বড় কারণ এখন তায়িব।’
রাসেল হোসেন আরও বলেন, ‘তায়িব ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিল। ছোটবেলায় আমরা তাকে দেখেছি গায়ের শক্তি ও সাহসের দিক দিয়ে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল সে। চিন্তাশীল স্বভাবের ছেলে ছিল তায়িব। নিজের চিন্তাকে প্রাধান্য দিয়ে তার বাবাকে বুঝিয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে তায়িব। এখন যদি তাদের বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো তারা দেশে ফিরে আসতে পারবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে