মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস।
মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস।
মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে