ঢামেক প্রতিনিধি

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৭) নামের আরও এক যুবক মারা গেছেন। তিনি নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরসালিন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃত মোরসালিনের মাথায় আঘাত ছিল। ঘটনার দিন থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।
মোরসালিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কানাইনগর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে ভাড়া থাকতেন।
মোরসালিনের স্ত্রী অনি আক্তার মিতু বলেন, ‘মোরসালিন ঢাকা নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। ঘটনার দিন সংবাদ পাই যে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। পরে হাসপাতালে এসে আমরা তাঁকে অচেতন অবস্থায় পাই। আমার এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে হুমায়রা ইসলাম লামহা (৭) ও ছেলে আমির হামজা (৪)। দুই ভাই ও এক বোনের মধ্যে মোরসালিন ছিলেন দ্বিতীয়।’
গত মঙ্গলবার সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে থেকে আহত অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন শাকিল নামের আরেক দোকান কর্মচারী। শাকিল জানিয়েছিলেন, সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনের রাস্তায় মাথায় ইটের আঘাত লেগে রাস্তায় পড়ে ছিলেন মোরসালিন। পরে রিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
এই সম্পর্কিত পড়ুন:

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৭) নামের আরও এক যুবক মারা গেছেন। তিনি নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরসালিন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃত মোরসালিনের মাথায় আঘাত ছিল। ঘটনার দিন থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।
মোরসালিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কানাইনগর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে ভাড়া থাকতেন।
মোরসালিনের স্ত্রী অনি আক্তার মিতু বলেন, ‘মোরসালিন ঢাকা নিউ সুপার মার্কেটে একটি জামার দোকানে চাকরি করতেন। ঘটনার দিন সংবাদ পাই যে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। পরে হাসপাতালে এসে আমরা তাঁকে অচেতন অবস্থায় পাই। আমার এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে হুমায়রা ইসলাম লামহা (৭) ও ছেলে আমির হামজা (৪)। দুই ভাই ও এক বোনের মধ্যে মোরসালিন ছিলেন দ্বিতীয়।’
গত মঙ্গলবার সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে থেকে আহত অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন শাকিল নামের আরেক দোকান কর্মচারী। শাকিল জানিয়েছিলেন, সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনের রাস্তায় মাথায় ইটের আঘাত লেগে রাস্তায় পড়ে ছিলেন মোরসালিন। পরে রিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
এই সম্পর্কিত পড়ুন:

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৮ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে