শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট দিয়ে বের হচ্ছিলেন ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কারো চোখে-মুখে আনন্দ, কারো হতাশা, কারো ভয়। কেউ আবার অভিভাবককে দেখে আবেগ তাড়িত হয়ে পড়ছেন। তবে সবগুলো চোখে একটাই স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট। সেই একটি সিট পেতে চাইলে ডিঙাতে হবে ৩২ জনকে। ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৫ জন।
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মণিরা, প্রীতি ও সানজিদা বসেছিলেন পরীক্ষায়। হল থেকে বের হয়ে নিজেদের মধ্যে মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেওয়া উত্তরগুলো। কিছু মিলছে, কিছু মিলছে না। কিছুটা থাকছে অজানা।
কেউ কেউ আবার বলছেন, নিজেদের ভয়ের কারণেই পরীক্ষা ভালো হয়নি। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফা জানালেন, নিজের কারণেই পরীক্ষা খুব একটা ভালো দিতে পারেননি। রাফা বলেন, ‘আসলে প্রশ্ন বিগত বছরগুলোর মতোই হয়েছে। আমি নিজেই আসলে হলে ঢুকে ঘাবড়ে গেছি। একটু সময় নিয়েছি ঠিক হওয়ার। বাকিটা আল্লার ইচ্ছা।’
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাজেস দাস বলেন, ‘আমার মোটামুটি ভালোই হয়েছে। ইংরেজি লিখিত পার্টে একটু সমস্যা হয়েছে। এটা আমার নিজের সীমাবদ্ধতা।’
বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী মোরশিদা খানম বলেন, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। আমার মা আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। আমি পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে মাকে খুঁজছি। মাই আমার সবকিছু। মা-বাবা এবং শিক্ষকদের দোয়ায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাব, ইনশাআল্লাহ।’
অঙ্ক বেশি, সময় কম
শিক্ষার্থীরা বলছেন, এবারের প্রশ্ন মোটামুটি সহজ ছিল। তবে বেশি সময় দিতে হয়েছে অঙ্কে। পরীক্ষার্থী জান্নাতুল নাঈম রুহী বলেন, ‘প্রশ্ন এভারেজ হয়েছে। তবে অ্যাকাউন্টিংয়ের অঙ্কটা একটু বেশিই ছিল। এই সময়ের মধ্যে এত অঙ্ক আসলে করে ওঠা সম্ভব হয় না।’
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মণিরা বলেন, ‘লিখিত অংশটা ঠিক আছে, কিন্তু এমসিকিউতে অনেক অঙ্ক দেওয়ায় সময়টা ওখানে একটু বেশিই লেগেছে। কিন্তু এত সময় ছিল না হাতে। নাম, রোল নম্বরের ঘর পূরণ করা, শিক্ষকদের খাতা সাইন করা—সব মিলিয়ে আবার সেখানেও কিছু সময় চলে যায়। আশা করছি হবে, আবার না-ও হতে পারে।’

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৬ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে