টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগে তিনটি বগি পুড়ে গেছে। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, ঘারিন্দা রেল স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও যে অংশে ট্রেনের বগিগুলোতে আগুন লেগেছে, সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, প্রতিদিন সকাল ৭টায় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার রাতে ট্রেনটি ঢাকা থেকে টাঙ্গাইল স্টেশনে এসে অবস্থান করছিল। রাত ৩টার দিকে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করে। কিছুক্ষণ পরই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা পাশের লাইনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।
স্টেশনে কর্মরত রেলওয়ের কর্মী, রেলওয়ে পুলিশ সদস্য ও আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পূর্ণ এবং আরেকটি বগি আংশিক পুড়ে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের দুটি বগির ভেতরে আসনগুলো পুড়ে গেছে। অপর ট্রেনের একটি বগিতে আগুন লাগলেও ভেতরে পোড়েনি।’
এদিকে ঘটনার পর থেকে রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে র্যাব ও পুলিশ।
রেলওয়ে পাকশী বিভাগের পরিচালক শাহ সুফী নূর মোহাম্মদ ও টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ র্যাব, আনসার ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে বলেন, ‘ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি অবশ্যই নাশকতা। বিএনপিসহ অন্যান্য দল আন্দোলনের নামে দেশব্যাপী যে অঘটন ঘটাচ্ছে, এটি তারই অংশ বলেই ধারণা করছি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধীদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগে তিনটি বগি পুড়ে গেছে। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, ঘারিন্দা রেল স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও যে অংশে ট্রেনের বগিগুলোতে আগুন লেগেছে, সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, প্রতিদিন সকাল ৭টায় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার রাতে ট্রেনটি ঢাকা থেকে টাঙ্গাইল স্টেশনে এসে অবস্থান করছিল। রাত ৩টার দিকে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করে। কিছুক্ষণ পরই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা পাশের লাইনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।
স্টেশনে কর্মরত রেলওয়ের কর্মী, রেলওয়ে পুলিশ সদস্য ও আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পূর্ণ এবং আরেকটি বগি আংশিক পুড়ে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের দুটি বগির ভেতরে আসনগুলো পুড়ে গেছে। অপর ট্রেনের একটি বগিতে আগুন লাগলেও ভেতরে পোড়েনি।’
এদিকে ঘটনার পর থেকে রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে র্যাব ও পুলিশ।
রেলওয়ে পাকশী বিভাগের পরিচালক শাহ সুফী নূর মোহাম্মদ ও টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ র্যাব, আনসার ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে বলেন, ‘ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি অবশ্যই নাশকতা। বিএনপিসহ অন্যান্য দল আন্দোলনের নামে দেশব্যাপী যে অঘটন ঘটাচ্ছে, এটি তারই অংশ বলেই ধারণা করছি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধীদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৫ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৩০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩৫ মিনিট আগে