নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২টি নয়, ১টি অধিদপ্তরের অধীনে কাজ করার দাবি জানিয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে ‘দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, রমজানে রেস্তোরাঁয় ন্যায্যমূল্যে স্বাস্থ্যকর খাবার বিক্রি, বিভিন্ন নেতিবাচক প্রচারণা এবং সরকারি সংস্থার অভিযানের নামে হয়রানি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘নিরাপদ খাদ্য বাস্তবায়নে সবচেয়ে সব অন্তরায় হচ্ছে সরকারের বিভিন্ন অধিদপ্তরের অসহযোগিতা ও সমন্বয়হীনতা। ১২টি অধিদপ্তরের অধীনে নয় ১টি অধিদপ্তরের অধীনে কাজ করার দাবি আমরা বছরের পর বছর ধরে জানিয়ে আসছি। কিন্তু পরিবর্তনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আর এ কারণে যে যার মতো কোনো সমন্বয় ছাড়া পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞ ও অভিজ্ঞ লোক ছাড়াই অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। উন্নত দেশগুলোতে একটি প্রতিষ্ঠানের অধীনেই রেস্তোরাঁ পরিচালিত হয়। আমরাও সেটা চাই। আর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটি সম্ভব হবে বলে আমাদের মনে হয় না। সুতরাং প্রধানমন্ত্রীই আমাদের আশার আলো।’
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব এ সময় ৮ দফা দাবিও উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে মোবাইল কোর্টে রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি রাখা, করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সরকারি সহায়তা, বাজার নিয়ন্ত্রণ করা, নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভ্যাট হার কমানো, গ্যাস সরবরাহ বাড়ানো, মৌসুমি ব্যবসায়দের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, ইফতারি ও সেহেরি নির্বিঘ্নে পরিচালনার সুযোগ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান চৌধুরীসহ অন্যরা।

১২টি নয়, ১টি অধিদপ্তরের অধীনে কাজ করার দাবি জানিয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে ‘দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, রমজানে রেস্তোরাঁয় ন্যায্যমূল্যে স্বাস্থ্যকর খাবার বিক্রি, বিভিন্ন নেতিবাচক প্রচারণা এবং সরকারি সংস্থার অভিযানের নামে হয়রানি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘নিরাপদ খাদ্য বাস্তবায়নে সবচেয়ে সব অন্তরায় হচ্ছে সরকারের বিভিন্ন অধিদপ্তরের অসহযোগিতা ও সমন্বয়হীনতা। ১২টি অধিদপ্তরের অধীনে নয় ১টি অধিদপ্তরের অধীনে কাজ করার দাবি আমরা বছরের পর বছর ধরে জানিয়ে আসছি। কিন্তু পরিবর্তনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আর এ কারণে যে যার মতো কোনো সমন্বয় ছাড়া পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞ ও অভিজ্ঞ লোক ছাড়াই অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। উন্নত দেশগুলোতে একটি প্রতিষ্ঠানের অধীনেই রেস্তোরাঁ পরিচালিত হয়। আমরাও সেটা চাই। আর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটি সম্ভব হবে বলে আমাদের মনে হয় না। সুতরাং প্রধানমন্ত্রীই আমাদের আশার আলো।’
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব এ সময় ৮ দফা দাবিও উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে মোবাইল কোর্টে রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি রাখা, করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সরকারি সহায়তা, বাজার নিয়ন্ত্রণ করা, নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভ্যাট হার কমানো, গ্যাস সরবরাহ বাড়ানো, মৌসুমি ব্যবসায়দের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, ইফতারি ও সেহেরি নির্বিঘ্নে পরিচালনার সুযোগ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান চৌধুরীসহ অন্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে