উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে উত্তরার আজমপুরের ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজারে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন।
এ সময় মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে সতর্কতামূলক দিক নির্দেশনা ও হুঁশিয়ারি দেন তিনি। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিদর্শক দোলনসহ অন্যান্য কর্মকর্তারাও।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার বিডিআর কাঁচাবাজারের সমবায় বাজারে আমরা উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম পরিদর্শন করেছি। এই বাজারে অগ্নি নির্বাপণ কোনো ব্যবস্থাই নেই। এই মার্কেটটি পুরোই ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, বাজারে ছোট খাটো ঝুপড়ি দোকানপাট রয়েছে। যদি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে মুহূর্তের মধ্যেই পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে। যার কারণে মার্কেট কর্তৃপক্ষকে আমরা সতর্ক করেছি। সেই সঙ্গে মার্কেটের সভাপতিকে পরিদর্শন রিপোর্ট দিয়েছি। সেই সঙ্গে এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত এ মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত ঝুঁকিপূর্ণ থাকবে।’
বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের পরবর্তী ব্যবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি মার্কেটে সতর্কতা মূলক চিঠি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মার্কেটের সবাইকে সতর্ক করা হয়েছে। এ ছাড়াও অগ্নি নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার, তারা সব ব্যবস্থা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।’
তিনি বলেন, ‘বিডিআর কাঁচাবাজার ও বিজিবি মার্কেটে রিজার্ভ পানির ট্যাংকের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা, বাজারে মহড়া করার ব্যবস্থাসহ সার্বিক নির্দেশনা রয়েছে।’
কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার কারণ জানতে চাইলে আজমপুর উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা-বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুল খালেক সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিস যেসব সমস্যার কথা বলে গেছেন। আমরা আজ বাস্তবায়ন করার চেষ্টা করব।’
২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রত্যয়ন পত্র নবায়ন করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে সমবায় সমিতির সভাপতি খালেক বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে আমরা নবায়ন করতে পারিনি। আমরা স্যারদেরকে (ফায়ার সার্ভিস কর্মকর্তা) বলেছি, এখন আমরা নবায়ন করে নিব।’
প্রসঙ্গত, সম্প্রতি সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা। সোমবার উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটেও অগ্নিকাণ্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন-চার কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে উত্তরার আজমপুরের ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজারে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন।
এ সময় মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে সতর্কতামূলক দিক নির্দেশনা ও হুঁশিয়ারি দেন তিনি। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিদর্শক দোলনসহ অন্যান্য কর্মকর্তারাও।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার বিডিআর কাঁচাবাজারের সমবায় বাজারে আমরা উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম পরিদর্শন করেছি। এই বাজারে অগ্নি নির্বাপণ কোনো ব্যবস্থাই নেই। এই মার্কেটটি পুরোই ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, বাজারে ছোট খাটো ঝুপড়ি দোকানপাট রয়েছে। যদি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে মুহূর্তের মধ্যেই পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে। যার কারণে মার্কেট কর্তৃপক্ষকে আমরা সতর্ক করেছি। সেই সঙ্গে মার্কেটের সভাপতিকে পরিদর্শন রিপোর্ট দিয়েছি। সেই সঙ্গে এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত এ মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত ঝুঁকিপূর্ণ থাকবে।’
বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের পরবর্তী ব্যবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি মার্কেটে সতর্কতা মূলক চিঠি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মার্কেটের সবাইকে সতর্ক করা হয়েছে। এ ছাড়াও অগ্নি নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার, তারা সব ব্যবস্থা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।’
তিনি বলেন, ‘বিডিআর কাঁচাবাজার ও বিজিবি মার্কেটে রিজার্ভ পানির ট্যাংকের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা, বাজারে মহড়া করার ব্যবস্থাসহ সার্বিক নির্দেশনা রয়েছে।’
কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার কারণ জানতে চাইলে আজমপুর উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা-বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুল খালেক সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিস যেসব সমস্যার কথা বলে গেছেন। আমরা আজ বাস্তবায়ন করার চেষ্টা করব।’
২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রত্যয়ন পত্র নবায়ন করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে সমবায় সমিতির সভাপতি খালেক বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে আমরা নবায়ন করতে পারিনি। আমরা স্যারদেরকে (ফায়ার সার্ভিস কর্মকর্তা) বলেছি, এখন আমরা নবায়ন করে নিব।’
প্রসঙ্গত, সম্প্রতি সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা। সোমবার উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটেও অগ্নিকাণ্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন-চার কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৪ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৮ মিনিট আগে