
ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামিকে জিয়া মঞ্চের সভাপতি করায় সংবাদ প্রকাশের পর কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটি গঠনের অপরাধে জেলা কমিটি ও সদ্য ঘোষিত উপজেলা কমিটিও স্থগিত করা হয়।
আজ শুক্রবার দুপুরে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) মো. জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করে জিয়া মঞ্চ। এতে যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তিনি হত্যাসহ ২০ মামলার আসামি খায়রুজ্জামান খাজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন বেলা ৩টায় স্থগিত করা ফরিদপুর জেলা কমিটি সব নেতাকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওনকে বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনটির ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটির সভাপতি হিসেবে খায়রুজ্জামানের নাম ঘোষণা করা হয়। এর অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মো. শাওন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. চুন্নু ব্যাপারী ও সদস্য মো. মনিরুজ্জামান।
এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ, জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম মোর্শেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে সদ্য গঠিত সদর উপজেলা কমিটির পাশাপাশি জিয়া মঞ্চের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, গতকাল সদর উপজেলা কমিটির আংশিক কমিটির সভাপতি করা হয়েছিল ফরিদপুর সদরের কানাইপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলার প্রধান আসামি খায়রুজ্জামান ওরফে খাজাকে। খায়রুজ্জামানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার মুখে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জিয়া মঞ্চ নামে বিএনপির কোনো অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন নেই।’
জানতে চাইলে স্থগিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী ছিলেন খায়রুজ্জামান খাজা। তাঁকে কমিটিতে নেওয়ার কারণে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত হলে কমিটি দেওয়ার অপরাধে আমাদের জেলা কমিটিও স্থগিত করে দিয়েছে। আমরা তো ভুল করিনি। আওয়ামী লীগের সময়ে খাজাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানিয়েই কমিটি দিয়েছিলাম। তারপরও আমাদের ডেকেছে, সেখানে জবাব দেওয়া হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে