শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু দুই ভাইবোনের পর বড় বোন মীমও (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে মারা যায় ছোট বোন সামীয়া (১২) ও ভাই আরাফাত (৭)। নিহত শিশুরা উপজেলার সখিপুর থানার আশ্রাফ আলী ব্যাপারী কান্দী গ্রামের অটোরিকশাচালক মনসুর ঢালীর সন্তান। এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার।
পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শিশু সামিয়া ও আরাফাতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে বাড়ির পাশে তাদের দাফন করা হয়। বেলা ১টার দিকে খবর আসে বড় বোন মীমও মারা গেছে। মীমের মরদেহ এখনো বাড়ি গিয়ে পৌঁছেনি।
মনসুর ঢালী ও রেহানা বেগমের তিন ছেলেমেয়েই। সবাইকে হারিয়ে বাবা মনসুর ঢালী ও রেহানা বেগম এখন পাগলপ্রায়। তাঁরা আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিন শিশুর মৃত্যুতে এলাকায়ও যেন শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বলছেন, সোমবার রাত ১০টার দিকে মীম, সামীয়া ও আরাফাত তাদের টিনশেড ঘরে ঘুমাচ্ছিল। তাদের মা রেহানা বেগম পাশের আরেকটি ঘরে তারাবিহর নামাজ পড়ছিলেন। বাবা মনসুর ঢালী মসজিদ থেকে নামাজ পড়ে তখনো বাড়ি ফেরেননি।
হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রতিবেশী ও স্বজনেরা আগুন নেভাতে ছুটে যান। সেখানে তিন ভাইবোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। তাদের ঢাকা নেওয়ার পথে ভোররাত ৪টার দিকে সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমও মারা যায়।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু দুই ভাইবোনের পর বড় বোন মীমও (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে মারা যায় ছোট বোন সামীয়া (১২) ও ভাই আরাফাত (৭)। নিহত শিশুরা উপজেলার সখিপুর থানার আশ্রাফ আলী ব্যাপারী কান্দী গ্রামের অটোরিকশাচালক মনসুর ঢালীর সন্তান। এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার।
পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শিশু সামিয়া ও আরাফাতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে বাড়ির পাশে তাদের দাফন করা হয়। বেলা ১টার দিকে খবর আসে বড় বোন মীমও মারা গেছে। মীমের মরদেহ এখনো বাড়ি গিয়ে পৌঁছেনি।
মনসুর ঢালী ও রেহানা বেগমের তিন ছেলেমেয়েই। সবাইকে হারিয়ে বাবা মনসুর ঢালী ও রেহানা বেগম এখন পাগলপ্রায়। তাঁরা আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিন শিশুর মৃত্যুতে এলাকায়ও যেন শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বলছেন, সোমবার রাত ১০টার দিকে মীম, সামীয়া ও আরাফাত তাদের টিনশেড ঘরে ঘুমাচ্ছিল। তাদের মা রেহানা বেগম পাশের আরেকটি ঘরে তারাবিহর নামাজ পড়ছিলেন। বাবা মনসুর ঢালী মসজিদ থেকে নামাজ পড়ে তখনো বাড়ি ফেরেননি।
হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রতিবেশী ও স্বজনেরা আগুন নেভাতে ছুটে যান। সেখানে তিন ভাইবোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। তাদের ঢাকা নেওয়ার পথে ভোররাত ৪টার দিকে সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমও মারা যায়।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৪ ঘণ্টা আগে