Ajker Patrika

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮: ৫১
‘বেলা-১’ নামের জাহাজটির নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখা হয়েছিল। ছবি: রয়টার্সের সৌজন্যে
‘বেলা-১’ নামের জাহাজটির নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখা হয়েছিল। ছবি: রয়টার্সের সৌজন্যে

আটলান্টিক মহাসাগরে টানা ১৪ দিন ধাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিন বিশেষ বাহিনী। রুশ পতাকা লাগিয়ে এবং নাম পরিবর্তন করে পার পাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ‘মেরিনেরা’ (আগর নাম বেলা-১) নামক এই বিশাল জাহাজটির। আজ বুধবার (৭ জানুয়ারি) মার্কিন ইউরোপীয় কমান্ড (ইউকম) এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার প্রথম এই খবর প্রকাশ করে। রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী অংশ নেয়।

এর আগে এই অভিযানকে কেন্দ্র করে উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। তখন থেকে রাশিয়ার একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ ট্যাংকারটিকে পাহারা দিলেও মার্কিন কমান্ডোরা শেষ পর্যন্ত সেটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

মার্কিন প্রশাসন জানায়, ‘বেলা-১’ নামের এই জাহাজটি মূলত ভেনেজুয়েলার তেল পাচারের কাজে নিয়োজিত একটি ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ। গত মাসে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন কোস্ট গার্ড এটিকে থামানোর চেষ্টা করলে এটি দ্রুত গতিপথ পরিবর্তন করে আটলান্টিকের দিকে পালিয়ে যায়।

ধাওয়ার মুখে থাকা অবস্থায় জাহাজের কর্মীরা রাতারাতি সেটির নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখেন এবং জাহাজের গায়ে কাঁচা হাতে রাশিয়ার পতাকা এঁকে দেন। এমনকি রুশ সরকার তড়িঘড়ি করে জাহাজটিকে নিজেদের নামে নিবন্ধন করে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পরিবর্তনকে স্বীকৃতি না দিয়ে জাহাজটিকে ‘পতাকাহীন’ বা রাষ্ট্রহীন হিসেবে গণ্য করে অভিযান চালানোর নির্দেশ দেয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে এই বিশাল অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ইংল্যান্ডের মিলডেনহল ও ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন পি-৮ সার্ভেইল্যান্স বিমান, এসি-১৩০ গানশিপ এবং ভি-২২ অস্প্রে হেলিকপ্টার আকাশে ওড়ে। অন্তত ১২টি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান এই অভিযানে রসদ জোগায়।

পরবর্তীতে মার্কিন কোস্ট গার্ডের কাটার ও বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারের মাধ্যমে চলন্ত জাহাজে অবতরণ করেন। আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন কমান্ডোরা জাহাজটিতে চড়াও হন এবং ক্রুদের জিম্মি করে নিয়ন্ত্রণ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে ইরানিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত