নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে নির্বাচন কমিশন—এমন ঘোষণা সংস্থাটির নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পুরস্কার ঘোষণার বিষয়টি উদ্ভট বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেছেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন সিইসি।’ এ বিষয়ে দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন। এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।’ তবে কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনায় ইভিএম-সংশ্লিষ্টদের কেউ না কেউ এ ধরনের কথা বলে থাকতে পারেন বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশনার আনিছুরের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। কেউ তাঁর ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, ইভিএম যাঁরা তৈরি করছেন, তাঁদের মধ্যে কেউ বলেছেন হয়তো। ওখান থেকে জিনিসটা এসেছে।’ কিছুটা স্মৃতিভ্রম হয়ে এই নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলারের কথা বলে থাকতে পারেন বলে মন্তব্য করেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সবার সতর্ক অবস্থান নেওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। তাঁর মতে, এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়।
সিইসি জানান, ইভিএম নিয়ে তাঁরা পাঁচটি সভা করেছেন। এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারেননি। এ ব্যাপারে আরও কয়েকটি সভা ও পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে। ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বলেন, ‘নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের সুস্থ ধারা অব্যাহত থাকুক।’
এ সময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে নির্বাচন কমিশন—এমন ঘোষণা সংস্থাটির নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পুরস্কার ঘোষণার বিষয়টি উদ্ভট বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেছেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন সিইসি।’ এ বিষয়ে দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন। এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।’ তবে কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনায় ইভিএম-সংশ্লিষ্টদের কেউ না কেউ এ ধরনের কথা বলে থাকতে পারেন বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশনার আনিছুরের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। কেউ তাঁর ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, ইভিএম যাঁরা তৈরি করছেন, তাঁদের মধ্যে কেউ বলেছেন হয়তো। ওখান থেকে জিনিসটা এসেছে।’ কিছুটা স্মৃতিভ্রম হয়ে এই নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলারের কথা বলে থাকতে পারেন বলে মন্তব্য করেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সবার সতর্ক অবস্থান নেওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। তাঁর মতে, এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়।
সিইসি জানান, ইভিএম নিয়ে তাঁরা পাঁচটি সভা করেছেন। এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারেননি। এ ব্যাপারে আরও কয়েকটি সভা ও পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে। ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বলেন, ‘নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের সুস্থ ধারা অব্যাহত থাকুক।’
এ সময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে