Ajker Patrika

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। কিছুদিন আগে ওই কিশোরীর মায়ের মৃত্যু হয়।

গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রামপুরায় এলাকায় একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

মেয়েটি পুলিশের কাছে তার বক্তব্যে জানিয়েছে, একাধিকবার সে ধর্ষণের শিকার হয়েছে। এমনকি মা যখন বেঁচে ছিল, তখনো বাবা তাকে ধর্ষণ করে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান। তিনি বলেন, রিকশাচালক ভুক্তভোগী শিশুটির বাবা। তিনি মাদকাসক্ত। টিনশেড বাসাটিতে তিন সন্তানকে নিয়ে থাকেন তিনি। তাঁর স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন।

এসআই আরও বলেন, শনিবার দিবাগত রাতে স্থানীয়রা থানায় খবর দেয়, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আর ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিকশাচালককে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মায়ের মৃত্যুর পর তিন সন্তান নিয়ে ওই ব্যক্তি একই কক্ষের একটি বাসায় থাকতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে নির্যাতন করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত