নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ইডেন কলেজ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেন।
শনিবার বেলা ১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। এ সময় তারা বলেন, ‘চাঁদাবাজদের কবর খোঁড়’, ‘কে দিল রে জানোয়ার, মানুষ মারার অধিকার’— এমন নানা স্লোগানে প্রতিবাদ জানান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারাবি জিসান বলেন, ‘চাঁদাবাজির কারণে মিটফোর্ড এলাকায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাথর দিয়ে পিটিয়ে মানুষ মেরেছে। দল দায় না নিয়ে কেবল বহিষ্কারে সীমাবদ্ধ থেকেছে। এটি পরিকল্পিত দলীয় হত্যাকাণ্ড।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের সংগঠন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করতে পারে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে।’
শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল বা শিবির— কোনো দলীয় সংগঠন ক্যাম্পাসে থাকতে পারবে না।
বিক্ষোভে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো— ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রকাশিত ছাত্রদলের কমিটি অফিসিয়ালি বাতিল করতে হবে। ভবিষ্যতে কেউ এমন করলে তাঁকে বহিষ্কার করতে হবে। চকবাজারে লাল চাঁদ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দেশের প্রতিটি জেলায় রাজনৈতিক চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ আল হাসান বলেন, ‘তারেক রহমানকে বলব, দেশে ফিরে এসে নিজের দলকে সামলান, পরিবর্তনের রাজনীতি করুন।’
তারা অন্তর্বর্তী সরকারের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। না হলে দীর্ঘমেয়াদি আন্দোলনের হুঁশিয়ারি দেন।
একই দাবিতে দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিল হয়। বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে এটি বিশ্ববিদ্যালয়টির ১ নম্বর গেটে এসে শেষ হয়। এতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও যোগ দেন।
একই সময়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল্লাহ সাকিব বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে তৈরি হওয়া সহাবস্থানের পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমরা এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানাই।’
গত ১০ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ইট-পাথরের আঘাতে তাঁর মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে তাঁর শরীরের ওপর লাফানো হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তাদের কয়েকজন নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ইডেন কলেজ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেন।
শনিবার বেলা ১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। এ সময় তারা বলেন, ‘চাঁদাবাজদের কবর খোঁড়’, ‘কে দিল রে জানোয়ার, মানুষ মারার অধিকার’— এমন নানা স্লোগানে প্রতিবাদ জানান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারাবি জিসান বলেন, ‘চাঁদাবাজির কারণে মিটফোর্ড এলাকায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাথর দিয়ে পিটিয়ে মানুষ মেরেছে। দল দায় না নিয়ে কেবল বহিষ্কারে সীমাবদ্ধ থেকেছে। এটি পরিকল্পিত দলীয় হত্যাকাণ্ড।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের সংগঠন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করতে পারে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে।’
শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল বা শিবির— কোনো দলীয় সংগঠন ক্যাম্পাসে থাকতে পারবে না।
বিক্ষোভে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো— ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রকাশিত ছাত্রদলের কমিটি অফিসিয়ালি বাতিল করতে হবে। ভবিষ্যতে কেউ এমন করলে তাঁকে বহিষ্কার করতে হবে। চকবাজারে লাল চাঁদ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দেশের প্রতিটি জেলায় রাজনৈতিক চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ আল হাসান বলেন, ‘তারেক রহমানকে বলব, দেশে ফিরে এসে নিজের দলকে সামলান, পরিবর্তনের রাজনীতি করুন।’
তারা অন্তর্বর্তী সরকারের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। না হলে দীর্ঘমেয়াদি আন্দোলনের হুঁশিয়ারি দেন।
একই দাবিতে দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিল হয়। বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে এটি বিশ্ববিদ্যালয়টির ১ নম্বর গেটে এসে শেষ হয়। এতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও যোগ দেন।
একই সময়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল্লাহ সাকিব বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে তৈরি হওয়া সহাবস্থানের পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমরা এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানাই।’
গত ১০ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ইট-পাথরের আঘাতে তাঁর মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে তাঁর শরীরের ওপর লাফানো হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তাদের কয়েকজন নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে