Ajker Patrika

সাবেক এমপি ফাহমী, জিল্লুলসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
সাবেক এমপি ফাহমী, জিল্লুলসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের নামে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, মোজাম্মিল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।

মামলার অন্য আসামিরা হলেন ফাহমী গোলন্দাজের স্ত্রী শারমিন গোলন্দাজ, জিল্লুল হাকিমের স্ত্রী সাঈদা হাকিম ওরফে সাঈদা সুলতানা চৌধুরী ও ছেলে আশিক মাহমুদ মিতুল। গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। স্বামী ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে ফাহমী ও তাঁর স্ত্রী শারমিনকে আসামি করে। শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। গত বছরের ২৯ আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলায় ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় স্ত্রী সাঈদা হাকিমের সঙ্গে জিল্লুল হাকিমকে আসামি করা হয়েছে। সাঈদা হাকিমের বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে জিল্লুল হাকিম ও তাঁর ছেলে আশিক মাহমুদ মিতুলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত