মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তাঁদের চোখ তুলে ফেলারও চেষ্টা করেন। আজ রোববার ভোরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে দাদন হাওলাদার (৫০) এবং একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০-১২ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত জড়ো হন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করেন। ওই বাড়ি থেকে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে ডাকাত সন্দেহে আটক করেন স্থানীয়রা।
এ ঘটনায় উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করেন। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
জয়নাল, কালাম, ফরিদসহ একাধিক স্থানীয়রা জানান, সেকান্দার হাওলাদারের বাড়িতে ডাকাতি করতে এসেছিল ডাকাত দল। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, হাসপাতালে দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাঁদের দুজনের চোখেই গভীর ক্ষত আছে। উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় তাঁরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তাঁদের চোখ তুলে ফেলারও চেষ্টা করেন। আজ রোববার ভোরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে দাদন হাওলাদার (৫০) এবং একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০-১২ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত জড়ো হন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করেন। ওই বাড়ি থেকে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে ডাকাত সন্দেহে আটক করেন স্থানীয়রা।
এ ঘটনায় উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করেন। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
জয়নাল, কালাম, ফরিদসহ একাধিক স্থানীয়রা জানান, সেকান্দার হাওলাদারের বাড়িতে ডাকাতি করতে এসেছিল ডাকাত দল। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, হাসপাতালে দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাঁদের দুজনের চোখেই গভীর ক্ষত আছে। উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় তাঁরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে