
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতরা হলেন—আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), ইলিয়াস (৪০), সুজিত দেবনাথ (৪৩), নুরুল আমিন (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সুজিত জানান, তাঁর বাসা নারায়ণগঞ্জে। সকালে গুলিস্তানে যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসির বাসে করে মেয়র হানিফ ফ্লাইওভারের পকেট গেটে নামেন তিনি। এরপর এক পাশ দিয়ে হেঁটে অল্প একটু দূরে যাওয়ার পরই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২০ মিনিট আগে