নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার। এ ঘটনায় ট্রেনের অন্য কোনো বগির ক্ষতি না হলেও ট্রেনের পাওয়ার কারটি পুড়ে গেছে। ট্রেনে আগুন লাগার পেছনে সম্ভাব্য দুটি কারণ থাকতে পারে বলে মনে করেছেন রেলওয়ে মহাপরিচালক।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে রাখা পুড়ে যাওয়া পাওয়ার কারটি পরিদর্শনে এসেছিলেন রেলওয়ে মহাপরিচালক। এ সময় তিনি এসব কথা বলেন।
কী কারণে আগুন লেগেছে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাওয়ার কারে কী কারণে আগুন লেগেছে তা ধরা খুবই ডিফিকাল্ট। পাওয়ার কারটি যেভাবে পুড়ে গেছে, আসলে কোনোভাবেই তা ট্রেস করা যাচ্ছে না। এর দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে জেনারেটর ওভারহিট হওয়া, অন্যটি হচ্ছে বাইরের কোনো মানুষ এসে সিগারেট খাওয়ার সময় আগুন ধরতে পারে। আমরা এখনো এটা নিশ্চিতভাবে বলতে পারছি না।’
এ সময় রেলওয়ের মহাপরিচালক বলেন, ‘আমি পাওয়ার কারটি ঘুরে দেখলাম। পাওয়ার কারের ভেতর থাকা দুটি জেনারেটরই পুড়ে গেছে। পাওয়ার কারের ভেতরে যেসব দাহ্য পদার্থ ছিল, সবগুলোই পুড়ে গেছে। শুধু লোহার ফ্রেমটুকু অবশিষ্ট আছে। আমাদের মনে হয়েছে এটি ঠিক করার সুযোগ আছে। এটাকে আমরা চট্টগ্রাম রেলওয়ে কারখানায় পাঠাব।’
এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এটা নির্ধারণ করে জানাবেন।’
কমিটি গঠন
গতকাল বৃহস্পতিবার মহুয়া কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে। এ ছাড়া আছেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিভাগীয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং সিআরএমসি কর্মকর্তা।
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছিল গতকাল বৃহস্পতিবার। চলন্ত অবস্থায় ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার। এ ঘটনায় ট্রেনের অন্য কোনো বগির ক্ষতি না হলেও ট্রেনের পাওয়ার কারটি পুড়ে গেছে। ট্রেনে আগুন লাগার পেছনে সম্ভাব্য দুটি কারণ থাকতে পারে বলে মনে করেছেন রেলওয়ে মহাপরিচালক।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে রাখা পুড়ে যাওয়া পাওয়ার কারটি পরিদর্শনে এসেছিলেন রেলওয়ে মহাপরিচালক। এ সময় তিনি এসব কথা বলেন।
কী কারণে আগুন লেগেছে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাওয়ার কারে কী কারণে আগুন লেগেছে তা ধরা খুবই ডিফিকাল্ট। পাওয়ার কারটি যেভাবে পুড়ে গেছে, আসলে কোনোভাবেই তা ট্রেস করা যাচ্ছে না। এর দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে জেনারেটর ওভারহিট হওয়া, অন্যটি হচ্ছে বাইরের কোনো মানুষ এসে সিগারেট খাওয়ার সময় আগুন ধরতে পারে। আমরা এখনো এটা নিশ্চিতভাবে বলতে পারছি না।’
এ সময় রেলওয়ের মহাপরিচালক বলেন, ‘আমি পাওয়ার কারটি ঘুরে দেখলাম। পাওয়ার কারের ভেতর থাকা দুটি জেনারেটরই পুড়ে গেছে। পাওয়ার কারের ভেতরে যেসব দাহ্য পদার্থ ছিল, সবগুলোই পুড়ে গেছে। শুধু লোহার ফ্রেমটুকু অবশিষ্ট আছে। আমাদের মনে হয়েছে এটি ঠিক করার সুযোগ আছে। এটাকে আমরা চট্টগ্রাম রেলওয়ে কারখানায় পাঠাব।’
এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এটা নির্ধারণ করে জানাবেন।’
কমিটি গঠন
গতকাল বৃহস্পতিবার মহুয়া কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে। এ ছাড়া আছেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিভাগীয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং সিআরএমসি কর্মকর্তা।
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছিল গতকাল বৃহস্পতিবার। চলন্ত অবস্থায় ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৮ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে