
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ পালন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। দিবসটি উপলক্ষে চামড়া শিল্প নগরীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ঢাকার সাভার উপজেলার চামড়া শিল্প নগরীতে যৌথভাবে এই দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’।
আলোচনা সভায় বক্তারা জানান, ট্যানারি শিল্পের শ্রমিকদের বিভিন্ন পেশাগত ঝুঁকি রয়েছে। এই শিল্পের শ্রমিকদের ১০০ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকতে হয় বলে উল্লেখ করেন তারা। এতে করে প্রতিনিয়ত শ্বাসপ্রশ্বাস জনিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন শ্রমিকেরা।
কিন্তু, শিল্প নগরীর ভেতর তাঁদের জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা নেই। সম্প্রতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়া শিল্প নগরী, সাভারে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন করেছে। বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হওয়া এই কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন না হলে, ট্যানারি খাতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। আলোচনা সভায় এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার ও মালিকদের প্রতি জোর তাগিদ দেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজোয়ান, নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্প নগরী। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব।
এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আবদুল মালেক। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ আলী এবং কারখানাতে অগ্নিকাণ্ডের সরাসরি প্রত্যক্ষদর্শী রুবি বেগম নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভবিষ্যতে তাঁদের মতো কাউকে যেন এ ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী এই দুই শ্রমিক।
আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার ফয়সাল আহমেদ। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের অফিস থেকে বিসিক চামড়া শিল্প নগরীর অফিস হয়ে সমগ্র শিল্প এলাকা প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন কারখানার শ্রমিক, মালিক প্রতিনিধিসহ অনেকেই র্যালিতে অংশগ্রহণ করেন।

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ পালন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। দিবসটি উপলক্ষে চামড়া শিল্প নগরীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ঢাকার সাভার উপজেলার চামড়া শিল্প নগরীতে যৌথভাবে এই দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’।
আলোচনা সভায় বক্তারা জানান, ট্যানারি শিল্পের শ্রমিকদের বিভিন্ন পেশাগত ঝুঁকি রয়েছে। এই শিল্পের শ্রমিকদের ১০০ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকতে হয় বলে উল্লেখ করেন তারা। এতে করে প্রতিনিয়ত শ্বাসপ্রশ্বাস জনিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন শ্রমিকেরা।
কিন্তু, শিল্প নগরীর ভেতর তাঁদের জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা নেই। সম্প্রতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়া শিল্প নগরী, সাভারে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন করেছে। বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হওয়া এই কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন না হলে, ট্যানারি খাতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। আলোচনা সভায় এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার ও মালিকদের প্রতি জোর তাগিদ দেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজোয়ান, নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্প নগরী। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব।
এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আবদুল মালেক। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ আলী এবং কারখানাতে অগ্নিকাণ্ডের সরাসরি প্রত্যক্ষদর্শী রুবি বেগম নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভবিষ্যতে তাঁদের মতো কাউকে যেন এ ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী এই দুই শ্রমিক।
আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার ফয়সাল আহমেদ। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের অফিস থেকে বিসিক চামড়া শিল্প নগরীর অফিস হয়ে সমগ্র শিল্প এলাকা প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন কারখানার শ্রমিক, মালিক প্রতিনিধিসহ অনেকেই র্যালিতে অংশগ্রহণ করেন।

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে