নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলাচলের জন্য সুপ্রিম কোর্টের আদেশ থাকার পরও ব্যাটারিচালিত যানবাহন আটকের ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আদালতের আদেশ বাস্তবায়ন করে এই আতঙ্ক থেকে শ্রমিকদের মুক্তি দিতে দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
লাইসেন্সের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে পুরান ঢাকার সেকশন বেড়িবাঁধে শ্রমিক সমাবেশের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক লালবাগ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, রাগীব আহসান মুন্না, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মৃধা, কামরাঙ্গীরচর থানা কমিটির সদস্য জামাল, শহীদুল ইসলাম, আব্দুস সালাম, আরিফ, মহিউদ্দিন প্রমুখ।
আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে আলোচনায় বক্তারা বলেন, ‘সরকার ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স না দিয়ে এই শ্রমিকদের কষ্টে উপার্জিত অর্থ অসাধু সরকারি কর্মকর্তা ও চাঁদাবাজদের লুটপাট করার সুযোগ তৈরি করে দিচ্ছে।’ দ্রুত লাইসেন্স দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং কার্ড ব্যবসার নামে চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা আরও বলেন, ‘সরকার গরিবের কর্মসংস্থান কেড়ে নিয়ে বাজেটে বনরুটির দাম বাড়ায় আর এসি হোটেলের খাবারের ট্যাক্স মওকুফ করে। এই বাজেট ধনী তোষণ নীতির সরকারের গরিব মারার বাজেট। এই গণবিরোধী নীতি বদল না করলে জনগণ সরকার বদল করে নিজেদের রুটি-রুজির সুরক্ষা নিশ্চিত করবে।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি মিছিল সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ ও বিআরটিএ থেকে লাইসেন্স প্রদানের দাবিসহ ৫ দফা দাবিতে ডিসি ট্রাফিক লালবাগের কার্যালয়ে গিয়ে অবস্থান সমাবেশ করে। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে ৭ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়।

চলাচলের জন্য সুপ্রিম কোর্টের আদেশ থাকার পরও ব্যাটারিচালিত যানবাহন আটকের ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আদালতের আদেশ বাস্তবায়ন করে এই আতঙ্ক থেকে শ্রমিকদের মুক্তি দিতে দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
লাইসেন্সের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে পুরান ঢাকার সেকশন বেড়িবাঁধে শ্রমিক সমাবেশের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক লালবাগ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, রাগীব আহসান মুন্না, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মৃধা, কামরাঙ্গীরচর থানা কমিটির সদস্য জামাল, শহীদুল ইসলাম, আব্দুস সালাম, আরিফ, মহিউদ্দিন প্রমুখ।
আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে আলোচনায় বক্তারা বলেন, ‘সরকার ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স না দিয়ে এই শ্রমিকদের কষ্টে উপার্জিত অর্থ অসাধু সরকারি কর্মকর্তা ও চাঁদাবাজদের লুটপাট করার সুযোগ তৈরি করে দিচ্ছে।’ দ্রুত লাইসেন্স দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং কার্ড ব্যবসার নামে চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা আরও বলেন, ‘সরকার গরিবের কর্মসংস্থান কেড়ে নিয়ে বাজেটে বনরুটির দাম বাড়ায় আর এসি হোটেলের খাবারের ট্যাক্স মওকুফ করে। এই বাজেট ধনী তোষণ নীতির সরকারের গরিব মারার বাজেট। এই গণবিরোধী নীতি বদল না করলে জনগণ সরকার বদল করে নিজেদের রুটি-রুজির সুরক্ষা নিশ্চিত করবে।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি মিছিল সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ ও বিআরটিএ থেকে লাইসেন্স প্রদানের দাবিসহ ৫ দফা দাবিতে ডিসি ট্রাফিক লালবাগের কার্যালয়ে গিয়ে অবস্থান সমাবেশ করে। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে ৭ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে