Ajker Patrika

রমজানে হাতে সময় নিয়ে বেরোতে এবং স্বল্প দূরত্বে হাঁটার পরামর্শ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯: ২৩
রমজানে হাতে সময় নিয়ে বেরোতে এবং স্বল্প দূরত্বে হাঁটার পরামর্শ ডিএমপির

রমজান উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। নগরবাসীদের হাতে সময় নিয়ে অফিসে যাওয়া-আসা করতে এবং স্বল্প দূরত্বের পথে হেঁটে গন্তব্যে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার ও আন্তজেলার কোনো বাস সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না। এমনকি টার্মিনালের সামনের সড়কে দাঁড়াতে পারবে না। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণপরিবহনের শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয়। দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না। আন্তজেলা বাসের যাত্রীদের বাসের অপেক্ষায় সড়কে না দাঁড়িয়ে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে। দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। এ বিষয়টি পরিবহনসংশ্লিষ্টদের কঠোরভাবে মেনে চলতে হবে। অপরিচিত কারও কাছ থেকে কিছু খাবেন না। যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখতে হবে।

কোনো যানবাহনেই ছাদের ওপর যাত্রী বহন করা যাবে না। যাত্রী তোলার ক্ষেত্রে অসম প্রতিযোগিতা করে সড়কের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সকালে অফিসগামীদের প্রত্যেককে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হবে। ইফতারের আগে বাসার দিকে যাত্রা না করে সময় নিয়ে বের হতে হবে। এ ছাড়া স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে যানবাহন ব্যবহার না করে হেঁটে চলাচল করতে বলা হয়েছে। টার্মিনালভিত্তিক বাসের কাউন্টারে অবশ্যই ভাড়ার চার্ট ঝোলাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত