Ajker Patrika

আশুলিয়ায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১০: ০৯
আশুলিয়ায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ির ভেতরের জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। পরে মরদেহের পরিচয় নিশ্চিত করতে খবর দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। 

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশে জঙ্গলে মরদেহের খোঁজ পাওয়া যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। 

স্থানীয় ইউপি সদস্য শফি উদ্দিন বলেন, আমাকে এলাকাবাসী জানায়, গণবিশ্ববিদ্যালয়ের পেছনে নাকি গন্ধ বের হচ্ছে, মরদেহ থাকতে পারে। আমি ছুটে আসি, কয়েকজন মিলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে জানাই। আমরা যত দূর জানি দীর্ঘদিন এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মো. আব্দুস সবুর খান বলেন, নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা। প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল মরদেহটি। মরদেহের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্ত হলে হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত