নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে নয় বছর আগে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে’ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে আছাদুজ্জামানকে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মোহাম্মদ গোলাপ উদ্দিন মাহমুদ তাকে ১০ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
অন্যদিকে আছাদুজ্জামান মিয়ার পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন একজন আইনজীবী। শুনানি শেষে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আছাদুজ্জামানকে আদালতের কাঠগড়ায় নেওয়ার পর আইনজীবী ওকালত নামায় স্বাক্ষর করাতে গেলে আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা বাধা দেন। এ সময় আদালত বলেন, আসামিপক্ষকে আইনজীবী নিয়োগ করতে দেওয়া না হলে মামলার শুনানি গ্রহণ করা হবে না। পরে আইনজীবী ওকালতনামায় স্বাক্ষর নেন।
করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আছাদুজ্জামানকে আদালতে হাজির করা হয়। কিছু উচ্ছৃঙ্খল আইনজীবী আছাদুজ্জামানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
গত বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে আজ হাজির করা হয়। জনির বাবা ইয়াকুব আলী গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় এ মামলা করেন।
মামলায় আসামি করা হয়, ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সাবেক ১৩ পুলিশ কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতা কর্মীকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এর আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের প্ররোচনায় তৎকালীন ডিএমপি কমিশনারের নির্দেশে অন্যান্য পুলিশ সদস্যরা বাদীর ছেলেকে আটক করে সু পরিকল্পিতভাবে ক্রসফায়ারের নামে হত্যা করেন।

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে নয় বছর আগে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে’ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে আছাদুজ্জামানকে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মোহাম্মদ গোলাপ উদ্দিন মাহমুদ তাকে ১০ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
অন্যদিকে আছাদুজ্জামান মিয়ার পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন একজন আইনজীবী। শুনানি শেষে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আছাদুজ্জামানকে আদালতের কাঠগড়ায় নেওয়ার পর আইনজীবী ওকালত নামায় স্বাক্ষর করাতে গেলে আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা বাধা দেন। এ সময় আদালত বলেন, আসামিপক্ষকে আইনজীবী নিয়োগ করতে দেওয়া না হলে মামলার শুনানি গ্রহণ করা হবে না। পরে আইনজীবী ওকালতনামায় স্বাক্ষর নেন।
করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আছাদুজ্জামানকে আদালতে হাজির করা হয়। কিছু উচ্ছৃঙ্খল আইনজীবী আছাদুজ্জামানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
গত বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে আজ হাজির করা হয়। জনির বাবা ইয়াকুব আলী গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় এ মামলা করেন।
মামলায় আসামি করা হয়, ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সাবেক ১৩ পুলিশ কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতা কর্মীকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এর আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের প্ররোচনায় তৎকালীন ডিএমপি কমিশনারের নির্দেশে অন্যান্য পুলিশ সদস্যরা বাদীর ছেলেকে আটক করে সু পরিকল্পিতভাবে ক্রসফায়ারের নামে হত্যা করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে