গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে ৩য় দিনের মতন সংবাদ সম্মেলন করেন আন্দোলন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে সারা দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা।
কর্মসূচির মধ্যে রয়েছে
১. সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশন
২. সকাল ১০টায় সংবাদ সম্মেলন
৩. সকাল সাড়ে ১১টায় শিক্ষকদের মানববন্ধনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
৪. বেলা সাড়ে ১২টায় চোখে কালো কাপড় বেঁধে জেলা প্রশাসনের দায়িত্বে অবহেলা প্রতিবাদে মৌন প্রতিবাদ ও ধর্ষকদের প্রতীকী ফাঁসি
৫. বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্দোলন মঞ্চে আহ্বান করে দাবির অগ্রগতি জানানো
৬. বিকেল ৪টায় হলের মেয়েদের নিজস্ব প্রতিবাদ কার্যক্রম
৭. সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বেলে আলোর মিছিল
ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা শুক্রবার ২৬ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছে।
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ উপস্থিত শিক্ষকেরা ধর্ষণে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধনে যোগ দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণের মতো এত জঘন্য অপরাধ আসলেই লজ্জাজনক। তবে এর সুষ্ঠু বিচার না হলে পুনরাবৃত্তি হওয়া স্বাভাবিক। আমরা সবাই দোষীদের সবার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানাই। আমাদের শিক্ষার্থীরা যারা বাইরে থাকেন, তাদের ব্যাপারে আমরা দ্রুত আবাসনের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করেছি।’
উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, ‘জাতির পিতার পুণ্যভূমিতে যে ঘটনা ঘটেছে আসলেই এটি সবার জন্য খুবই দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা এটিই প্রথম, আশা করি এটাই শেষ হবে। আমরা স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি, আশা করি দ্রুত সুষ্ঠু বিচার পাব।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসব। যাতে করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়।’
পরে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে জেলা প্রশাসনের দায়িত্ব অবহেলার বিরুদ্ধে মৌন প্রতিবাদ এবং ধর্ষকদের প্রতীকী ফাঁসির আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এঘটনায় এ পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা-পুলিশ চারজনকে এবং র্যাব ছয়জনকে আটক করেছে।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে ৩য় দিনের মতন সংবাদ সম্মেলন করেন আন্দোলন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে সারা দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা।
কর্মসূচির মধ্যে রয়েছে
১. সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশন
২. সকাল ১০টায় সংবাদ সম্মেলন
৩. সকাল সাড়ে ১১টায় শিক্ষকদের মানববন্ধনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
৪. বেলা সাড়ে ১২টায় চোখে কালো কাপড় বেঁধে জেলা প্রশাসনের দায়িত্বে অবহেলা প্রতিবাদে মৌন প্রতিবাদ ও ধর্ষকদের প্রতীকী ফাঁসি
৫. বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্দোলন মঞ্চে আহ্বান করে দাবির অগ্রগতি জানানো
৬. বিকেল ৪টায় হলের মেয়েদের নিজস্ব প্রতিবাদ কার্যক্রম
৭. সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বেলে আলোর মিছিল
ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা শুক্রবার ২৬ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছে।
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ উপস্থিত শিক্ষকেরা ধর্ষণে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধনে যোগ দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণের মতো এত জঘন্য অপরাধ আসলেই লজ্জাজনক। তবে এর সুষ্ঠু বিচার না হলে পুনরাবৃত্তি হওয়া স্বাভাবিক। আমরা সবাই দোষীদের সবার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানাই। আমাদের শিক্ষার্থীরা যারা বাইরে থাকেন, তাদের ব্যাপারে আমরা দ্রুত আবাসনের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করেছি।’
উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, ‘জাতির পিতার পুণ্যভূমিতে যে ঘটনা ঘটেছে আসলেই এটি সবার জন্য খুবই দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা এটিই প্রথম, আশা করি এটাই শেষ হবে। আমরা স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি, আশা করি দ্রুত সুষ্ঠু বিচার পাব।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসব। যাতে করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়।’
পরে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে জেলা প্রশাসনের দায়িত্ব অবহেলার বিরুদ্ধে মৌন প্রতিবাদ এবং ধর্ষকদের প্রতীকী ফাঁসির আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এঘটনায় এ পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা-পুলিশ চারজনকে এবং র্যাব ছয়জনকে আটক করেছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে